কোচবিহারে যুব তৃণমূল নেতা খু*ন, পুলিশি তদন্তে সন্তুষ্ট নয় পরিবার! বিস্ফোরক মন্তব্য মৃতের বাবার
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
গত ৯ অগাস্ট ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে তথা যুব তৃণমূল নেতা অমর রায়কে গুলি করে খুন করে দুষ্কৃতীরা
কোচবিহার, শুভঙ্কর সাহাঃ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তথা যুব তৃণমূল নেতা অমর রায় খুনের ঘটনায় পুলিশের তদন্তে সন্তুষ্ট নয় পরিবার। এই ঘটনায় পুনরায় পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পাশাপাশি দরকার পড়লে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হওয়ার কথা বললেন মৃত অমর রায়ের বাবা মহিম রায়।
এদিন তিনি বলেন, পুলিশ ঘটনার তদন্ত করে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে এখনও আসল অপরাধী ও ‘মাস্টারমাইন্ড’কে গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাই এই নিয়ে প্রয়োজন পড়লে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। তারপর কোনও সুরাহা না হলে আগামী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুনঃ বাড়ির গ্যারেজ থেকে চারচাকা গায়েব! কীভাবে? সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি
গত ৯ অগাস্ট কোচবিহার উত্তর বিধানসভার ডোডয়ারহাট বাজারের মধ্যে ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলে তথা যুব তৃণমূল নেতা অমর রায়কে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। তবে এতে সন্তুষ্ট নয় পরিবার।
advertisement
advertisement
মৃত অমর রায়ের বাবা মহিম রায়ের অভিযোগ, আসল অপরাধী এখনও গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। দরকারে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন প্রয়াত যুব তৃণমূল নেতার বাবা।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 5:30 PM IST