বাড়ির গ্যারেজ থেকে চারচাকা গায়েব! কীভাবে? সিসি ক্যামেরায় ধরা পড়ল চাঞ্চল্যকর ছবি
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকারঃ বাড়ির গ্যারেজ থেকে অভিনব কায়দায় গাড়ি চুরি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে। গাড়ি পরিষ্কার করার নাম করে চারচাকা গাড়ি নিয়ে চম্পট দিলেন এক যুবক। গোটা ঘটনা গ্যারেজের সিসি ক্যামেরায় বন্দি হয়েছে।
আলিপুরদুয়ার শহর সংলগ্ন ভোলার ডাবরি এলাকার ঘটনা। জানা গিয়েছে, এই এলাকা নিবাসী রনি মল্লিকের বাড়ির গ্যারেজে নিজের চারচাকা মারুতি গাড়ি রাখা ছিল। প্রায়শয়ই সন্দীপ বিশ্বাস নামে এক যুবক সেই গাড়ি ধুয়ে পরিষ্কার করে থাকেন।
আরও পড়ুনঃ পুলিশ দিবসে জনতাকে ‘উপহার’! প্রায় ১০ হাজার মানুষের মুখে ফুটল হাসি, পুজোর আগে খুশি সকলে
এবার সেই যুবক গাড়ি পরিষ্কার করার নাম করে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চম্পট দিলেন। ইতিমধ্যেই আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
শহরে একের পর এক বাইক চুরি, মন্দিরে প্রণামী বাক্সের টাকা চুরির ঘটনার পর আস্ত চারচাকা গাড়ি চুরি হওয়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ প্রশাসন সঠিক ভাবে টহলদারি করছে না। এর ফলে শহরে এই ধরণের ঘটনা ঘটেই চলেছে। পুলিশ প্রশাসন কতদিনের মধ্যে শহরের এই চক্রকে হাতেনাতে ধরতে সক্ষম হয় সেটাই এখন দেখার।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 4:46 PM IST