Tmc | Cpim: কংগ্রেসকে হারাতে তৃণমূলের সঙ্গে হাত মেলাল বামেরা! বেনজির ঘটনা? প্রশ্নের মুখে সেই শিলিগুড়ি মডেল

Last Updated:

Tmc | Cpim: শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশনের ভোটে বামেদের সঙ্গে হাত মেলাল তৃণমূল! অস্বস্তিতে দুই শিবির, খোঁচা বিজেপির।

সিপিআইএম-তৃণমূল জোট?
সিপিআইএম-তৃণমূল জোট?
পার্থপ্রতিম সরকার, শিলিগুড়ি: ২০০৯ সালে তৃণমূলকে ঠেকাতে পুরভোটে 'শিলিগুড়ি মডেল' তৈরির শহরে এবারে নয়া রাজনৈতিক সমীকরণ। একদা জোটসঙ্গী কংগ্রেসকে আটকাতে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ঘাসফুলের সঙ্গে হাত মেলাল বামেরা। এমনই অভিযোগ তুলেছে কংগ্রেস। ১৬ আসনের বারের নির্বাচনে তৃণমূল লড়ছে ৮ আসনে। বাকি ৮ আসনে বামেরা। অথচ এই শহরেই পুরসভায় তৃণমূলকে আটকাতে কংগ্রেসের মেয়র, ডেপুটি মেয়রকে বাইরে থেকে সমর্থন জানিয়েছিল বামেরা।
অশোক ভট্টাচার্য এবং দীপা দাসমুন্সীরা ওই জোট তৈরি করেছিলেন। পরবর্তীতে রাজ্য রাজনীতিতে বাম এবং কংগ্রেসের জোটের সূত্র কিন্তু এই শিলিগুড়ি মডেল থেকেই। আগামী ২৯ এপ্রিল বারের নির্বাচন। গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেখানেই সভাপতি পদে বামেদের প্রার্থী কোবিন্দ্র ভৌমিক মনোনয়ন প্রত্যাহার করে নেন। আসনটি ছাড়েন তৃণমূলকে। আর সম্পাদক পদে তৃণমূলের আইনজীবী সেলের সদস্য অমিতাভ ভট্টাচার্য মনোনয়ন প্রত্যাহার করে নেন। এ পদে লড়ছেন বামেরা।
advertisement
advertisement
অথচ শিলিগুড়ি বারের নির্বাচনে ২০১৫ থেকে বাম এবং কংগ্রেস জোট গড়ে ক্ষমতা দখল করে এসছে। একে অশুভ জোট বলে কটাক্ষ কংগ্রেসের আইনজীবী গঙ্গোত্রী দত্তের। তারাই জিতবেন বলে আশাবাদী। ১৬ আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। বরাবর বামেদের বিরুদ্ধে লড়াই করে আসছে দল। রাজনীতির ৫০ বছরে এসে বামেদের সঙ্গে হাত মেলাতে যাবো কেন? পালটা প্রশ্ন মেয়র গৌতম দেবের। তৃণমূল তার নিজেদের শক্তিতেই লড়বে। দাবি মেয়রের।
advertisement
অন্যদিকে সিপিএম নেতা জীবেশ সরকার বলেন, রাজ্য এবং দেশে লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। বারের নির্বাচনে কেন সমঝোতা করতে যাব? আর যদি দলের কোনো আইনজীবী সেলের সদস্য জোট করে থাকে, তা প্রমাণিত হলে দলীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। আর একে কাঁঠালের আমসত্ব বলে কটাক্ষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। তাঁর দাবি, সিপিএমের এই তৃণমূলের সঙ্গে জোট কোনো নতুন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই তলায় তলায় জোট রয়েছে। তা এবারে সামনে এল শিলিগুড়ি বারের নির্বাচনে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tmc | Cpim: কংগ্রেসকে হারাতে তৃণমূলের সঙ্গে হাত মেলাল বামেরা! বেনজির ঘটনা? প্রশ্নের মুখে সেই শিলিগুড়ি মডেল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement