কলকাতার পাশাপাশি বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও। তাপপ্রবাহে বিশ্বের দরবারে নাম উঠেছিল বাঁকুড়া জেলার। সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস, একদিকে তাপপ্রবাহ অন্যদিকে লু-তে অতিষ্ঠ হয়ে উঠেছিল বাঁকুড়া জেলা সহ বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তের মানুষজন।
তবে হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে, শনিবার রাতেই বৃষ্টি হয়েছে বিষ্ণুপুরের বিভিন্ন প্রান্তে। সকাল থেকেই আকাশ কালো মেঘে ছেয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতার সঙ্গে ঝড়ো হওয়া বইবে। সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, এগরা, রামনগর বিস্তীর্ণ এলাকায় শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত চলছে বৃষ্টি। যার জেরেই ব্যাপক ক্ষতি হয়েছে ধান চাষে।