Siliguri TMC|| শিলিগুড়িতে মাঝরাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে হামলা, হুমকির অভিযোগ

Last Updated:

Chaos in Siliguri: মাঝরাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ।

#শিলিগুড়ি: মাঝরাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ। অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল নেতা স্বপন দাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডে। অভিযুক্তদের বিরুদ্ধে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওয়ার্ড কাউন্সিলর পিঙ্কি সাহা। এ দিন কাউন্সিলর পিঙ্কি সাহা অভিযোগ করেন, গতকাল মাঝরাতে মদ্যপ অবস্থায় ওরা আমার বাড়িতে হানা দেয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। নানাভাবে হুমকিও দেন। ওরা দল থেকে বহিষ্কৃত। সেই আক্রোশ থেকেই এই ধরনের হামলার ঘটনা বলে তাঁর ধারণা। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বহিষ্কৃত নেতা স্বপন দাস। তাঁর পালটা অভিযোগ, 'ওঁরা গতকাল রাতেই আমাদের হুমকি দেয়, ধাক্কাধাক্কি করতে আসে। আমরা তখন ক্যারম খেলছিলাম। আচমকা হানা দেয় কাউন্সিলরের স্বামী-সহ অন্যরা। তার আগেও এমন ঘটনা ঘটেছে। দলের সঙ্গে আমাদের কোনও বিরোধ নেই। প্রার্থী পছন্দ না হওয়ায় আমরা নির্দল হিসেবে লড়েছি। নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই এমনভাবে অত্যাচার চালিয়ে আসছে। গতকালের বিষয় নিয়ে আজ ভক্তিনগর থানায় অভিযোগ জানাতে গেলে থানার আইসি আমাদের অভিযোগ নেয়নি।'
advertisement
আরও পড়ুন: 'আসানসোলে ভোট মিটলেই দরজা খুলব, খেলা এখনও শুরু হয়নি', কীসের ইঙ্গিত দিলেন অভিষেক?
প্রসঙ্গত শিলিগুড়ি পুরসভার নির্বাচনে ৩৯ নং ওয়ার্ড থেকে প্রার্থী হিসেবে নিজের স্ত্রীর নাম প্রস্তাব দিয়েছিলেন বহিষ্কৃত তৃণমূলের ওয়ার্ড সভাপতি স্বপন দাস। বিক্ষোভও দেখিয়েছিলেন। প্রার্থী পছন্দ না হওয়ায় অনুগামীদের সঙ্গে নিয়ে গণ পদত্যাগপত্র জমা করেছিলেন। পরবর্তীতে দলের রাজ্য কমিটির নির্দেশ মতো স্বপন দাস সহ ৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়।
advertisement
advertisement
Partha Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri TMC|| শিলিগুড়িতে মাঝরাতে তৃণমূলের মহিলা কাউন্সিলরের বাড়িতে হামলা, হুমকির অভিযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement