বাঘে-মানুষে! পাঁচ মিনিট ধরে লেপার্ডের সঙ্গে লড়াই...! শেষ পর্যন্ত ‌যা করলেন এই চা শ্রমিক, অবিশ্বাস্য!

Last Updated:

Leopard Attack: জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানে লেপার্ড হামলায় আহত চা শ্রমিক সমীর খেড়িয়া। পাঁচ মিনিট লড়াইয়ের পর যা হয়...দেখলে চমকাবেন।

জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানে লেপার্ড হামলায় আহত চা শ্রমিক সমীর খেড়িয়া। পাঁচ মিনিট লড়াইয়ের পর যা হয়...দেখলে চমকাবেন।
জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানে লেপার্ড হামলায় আহত চা শ্রমিক সমীর খেড়িয়া। পাঁচ মিনিট লড়াইয়ের পর যা হয়...দেখলে চমকাবেন।
জলপাইগুড়ি: চা পাতা তোলার সময় হঠাৎ চা বাগানের নালাথেকে শ্রমিকের উপর ঝাঁপিয়ে পড়ে লেপার্ড। প্রায় পাঁচ মিনিট লড়াই। অন্যান্য চা শ্রমিক হাজির হয় তৎক্ষণাৎ পালিয়ে যায় লেপার্ডটি। ডুয়ার্সের ফের লেপার্ড হামলা। মেটেলী ব্লকের নাগেশ্বরী চা বাগানে লেপার্ড হামলায় জখম হল ওই শ্রমিক।
advertisement
আহত চা শ্রমিকের নাম সমীর খেড়িয়া(২৮)। বাড়ী নাগেস্বরী চা বাগানের ভুসুর লাইন শ্রমিক মহল্লায়। জানা গিয়েছে, মঙ্গলবার নাগেশ্বরী চা বাগানের শ্রমিক মহল্লা সংলগ্ন ৮ নং সেকশনে চাপাতা তোলার কাজ করছিল সমীর খেড়িয়া নামে ওই চা শ্রমিক।আচমকা চাবাগানের নালায় শুয়ে থাকা একটি লেপার্ড পিছন থেকে লাফ দেয় তার উপর। তার পিঠ,হাতে ও মাথায় আক্রমণ করে।
advertisement
এই অচকিত আক্রমণেহতভম্ব হয়ে যায় চা বাগানে থাকা বাকি শ্রমিকরা। বাগানের অন্যান্য শ্রমিকদের চিৎকারে লেপাড ওই এলাকা থেকে পালিয়ে যায়।এরপর ওই আহত শ্রমিককে তড়িঘড়ি উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরে আধিকারিকরা ও মেটেলী থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চা বাগানে।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাঘে-মানুষে! পাঁচ মিনিট ধরে লেপার্ডের সঙ্গে লড়াই...! শেষ পর্যন্ত ‌যা করলেন এই চা শ্রমিক, অবিশ্বাস্য!
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement