Buxa Tiger | Jungle Safari: বক্সায় ৫ দিন পর চালু হচ্ছে জঙ্গল সাফারি, দর্শন মিলতেই পারে রয়্যাল বেঙ্গলের!

Last Updated:

শুক্রবার থেকে বক্সাতে ফের জঙ্গল সাফারি চালু হচ্ছে (Buxa Tiger | Jungle Safari)।

বক্সায় ৫ দিন পর চালু হচ্ছে জঙ্গল সাফারি, দর্শন মিলতেই পারে রয়্যাল বেঙ্গলের!
বক্সায় ৫ দিন পর চালু হচ্ছে জঙ্গল সাফারি, দর্শন মিলতেই পারে রয়্যাল বেঙ্গলের!
#জলপাইগুড়ি: ২৩ বছর পর বক্সার জঙ্গলের ভিতর রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) ছবি ধরা পড়েছিল গত সপ্তাহে (Buxa Tiger | Jungle Safari)। তার পর থেকে নিরাপত্তার খাতিরেই বন্ধ রাখা হয়েছিল জঙ্গল সাফারি। শুক্রবার থেকে বক্সাতে ফের জঙ্গল সাফারি চালু হচ্ছে (Buxa Tiger | Jungle Safari)। রবিবার থেকে বক্সাতে জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছিল। রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) ছবি ধরা পড়ার পর জঙ্গল সাফারি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বন দফতর। পাঁচদিন পর ফের চালু হচ্ছে জঙ্গল সাফারি (Buxa Tiger | Jungle Safari)। যে বাঘের ছবি ধরা পড়েছে সেটি এখনও জঙ্গলেই ঘুরে বেড়াচ্ছে। ফলে জঙ্গল সাফারির সময় দেখা মিলতেই পারে রয়্যাল বেঙ্গল টাইগারের।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, যা নিয়ে গোটা দেশের মানুষের উৎকণ্ঠা রয়েছে। ১৯৯৮ সালের পর এখানে আর কোনও বাঘ দেখতে পাওয়া যায়নি। এমনকী বাঘের পায়ের ছাপ পর্যন্ত দেখা যায়নি। ধরেই নেওয়া হয়েছিল বক্সাতে বাঘ নেই। কিন্তু সে কথা মানতে চাননি বনকর্মীরা। ধরে নেওয়া হয়েছিল, বক্সার টাইগার রিজার্ভ তকমা আর থাকবে না। দীর্ঘ এত বছর পর অবশেষে বাঘ মামা তার খেলা দেখালো। কয়েকদিন আগে বক্সাতে রিভার ব্যাঙ্কের কাছে পাওয়া গিয়েছিল বাঘের পাগমার্ক। কিন্তু কেউ বিশ্বাস করেননি। সকলেই বলছিলেন এটা সম্ভব না।
advertisement
আরও পড়ুন: বক্সায় ফের মিলল 'রাজকীয়' দর্শন! জঙ্গলে বাড়ছে ট্র্যাপ-ক্যামের নজরদারি, কোন উদ্বেগে বনবস্তি?
গত ১০ ডিসেম্বর ইস্ট দমনপুরের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। রাত ১২ টার সময় আপন মনে জঙ্গলে ঘুরছে বাঘ (Camera Trapped at Buxa Tiger Reserve after 1998)। এই ছবি পাওয়া যেতেই শুরু হয় চাঞ্চল্য। বাতাসে ছড়িয়ে পড়ে খবর। গোটা দেশের মানুষের নজর চলে যায় বক্সার দিকে। এবার আর সন্দেহ থাকল না। বাঘ আছে বক্সাতে। ধরা পড়েনি ক্যামেরায়, সে কথা আলাদা। আপাতত বাঘ নিয়ে আর সন্দেহ রইল না।
advertisement
advertisement
আরও পড়ুন: উড়ছে ড্রোন, সরছে বনবস্তি! বক্সায় এখন 'তাঁকে' খুঁজতেই দক্ষযজ্ঞ
বনদফতর সূত্রে খবর, ইতিমধ্যেই দমনপুর থেকে ৩ কিলোমিটার দূরে বক্সার জঙ্গলে যে বাঘের ছবি সামনে এসেছে সেখানে পাঠানো হয়েছে রেঞ্জ অফিসার, বিট অফিসার ও ফরেস্টের গার্ডদের। তাঁদের সঙ্গে রয়েছে ট্রাঙ্কুলাইজার। এই জঙ্গলের আশেপাশে ১৫টি গ্রামে বহু মানুষের বসবাস। সেখানকার বাসিন্দাদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য এলাকা ঘিরে ফেলারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তাও চলছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Buxa Tiger | Jungle Safari: বক্সায় ৫ দিন পর চালু হচ্ছে জঙ্গল সাফারি, দর্শন মিলতেই পারে রয়্যাল বেঙ্গলের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement