মর্মান্তিক ঘটনা! মায়ের কামড়েই মৃত্যু তিন রয়েল বেঙ্গল শাবকের, উঠছে একাধিক প্রশ্ন

Last Updated:

Royal Bengal tiger died- নিজের শাবককে কামড়ে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা। তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো করে দেয়।

ফাইল ছবি
ফাইল ছবি
শিলিগুড়ি : বেঙ্গল সাফারি পার্কে তিন রয়্যাল শাবকের মৃত্যু। জানা গিয়েছে মায়ের কামড়ে মৃত্যু হয়েছে তিন রয়্যাল শাবকের। আর ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে বন দফতরে। যদিও ঘটনাটি নিয়ে প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চাননি পার্ক কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ সম্প্রতি বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে কুনকি হাতি লক্ষ্মীর। তারপর তিনটে রয়্যাল শাবকের মৃত্যু পার্ক কর্তৃপক্ষের কাছে যথেষ্ট উদ্বিগ্নের। পরিষেবা উন্নত করতে ইতিমধ্যে জু কিপারদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কাজ শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ।
সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিন শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু নাইট শেল্টারেই দু’দিনের মাথায় নিজের শাবককে কামড়ে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় বসায় রিকা। তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো করে দেয়। তিনটের মধ্যে দুটো শাবক আগে মারা গেলেও একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হয়নি৷
advertisement
আরও পড়ুন- ২০২৬-এ বোল্ড আউট করে দেবে সৌরভ? মুখ্যমন্ত্রীকে দেওয়া ‘গুগলির’ জবাব দিলেন দাদা
সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার বলেন, “রিকার ভুলেই ওই তিন শাবকের মৃত্যু হয়েছে। তবে সব খতিয়ে দেখা হচ্ছে।” প্রসঙ্গত, বাঘ প্রজননে গোটা দেশে নজির তৈরি করেছে বেঙ্গল সাফারি পার্ক। চলতি বছরের এপ্রিল মাসেই বেঙ্গল সাফারিতে পাঁচ শাবকের জন্ম দিয়েছে শিলা ও বিভান নামে রয়্যাল বেঙ্গল দম্পতি। কিন্তু তারপরে রিকার এই তিন শাবকের মৃত্যু পার্কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। তবে এই বেঙ্গল সাফারি পার্ক থেকেই প্রানী বিনিময় কর্মসূচির অধীনে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার হায়দেরাবাদ, দুটি কলকাতার আলিপুর চিড়িয়াখানা, দুটি ত্রিপুরার সিপাহিজালা চিড়িয়াখানা ও দুটি হরিণালয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মর্মান্তিক ঘটনা! মায়ের কামড়েই মৃত্যু তিন রয়েল বেঙ্গল শাবকের, উঠছে একাধিক প্রশ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement