Durga Puja 2025: আর ছুটতে হবে না সুদূর রাজস্থান! ভালবাসার নিদর্শন শিস মহল এবার মালদহে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: পুজোর দিনে মালদহ শহরের মণ্ডপেই অনুভূতি মিলবে রাজস্থান ভ্রমণের। প্রতি বছরের মত এই বছরও জেলাবাসীকে নতুন চমক দিতে চলেছে মালদহ শহরের সর্বজয়ী ক্লাব।
মালদহ, জিএম মোমিন: পুজোর ছুটি কাটাতে লোকেশনের চিন্তা দূর। ছুটি কাটাতে এই বছর আর ছুটতে হবে না সুদূর রাজস্থান। পুজোর দিনে মালদহ শহরের মণ্ডপেই অনুভূতি মিলবে রাজস্থানের শিস মহলের। প্রতি বছরের মত এই বছরও জেলাবাসীকে নতুন চমক দিতে চলেছে মালদহ শহরের সর্বজয়ী ক্লাব। প্রায় ২৫ লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে ৭২ ফুটের শিস মহল।
রাজস্থানের রাজা মানসিংয়ের ভালবাসার নিদর্শনকে জেলাবাসীর কাছে তুলে ধরতে এবারে মালদহ শহরের বুকে গড়ে উঠছে শিস মহল। মায়ের দর্শন এর পাশাপাশি শিস মহল দর্শনেরও চাহিদা পূরণ হবে দর্শনার্থীদের। শিস মহলের অনুভূতি দিতে দর্শনার্থীদের সুবিধার্থে এই থিমের চারপাশে আয়োজন করা হবে একাধিক অনুষ্ঠানের। থাকছে বিশেষভাবে ব্যবস্থাও বলে জানান ক্লাব কর্তৃপক্ষ।
আরও পড়ুন-‘পেটে তখন জান, গর্ভাবস্থায় খেতে দেয়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গেই…’ কুমার শানুর নোংরা কেচ্ছা ফাঁস প্রাক্তন স্ত্রী’র
ক্লাবের সহ-সভাপতি সন্দীপ দাস জানান, ‘ক্লাবের সদস্যরা রাজস্থানে গিয়ে রাজা মানসিংয়ের শিস মহল দেখে এসেছিলেন। সেই থেকে তাদের চিন্তাভাবনা এই শিস মহল তৈরীর। এই শিস মহলের প্রতিটি অংশে সাজানো রয়েছে কাঁচের প্রলেপ দিয়ে তৈরি একাধিক উপকরণ। প্রায় তিন মাস থেকে এই থিম তৈরির কাজ চলছে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে মায়ের আবক্ষ মূর্তি তৈরির কাজ। তৃতীয়ার দিনে পুজোর শুভ উদ্বোধন হবে।’
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ২৪ ঘণ্টা আরও ভয়ঙ্কর…! তুলকালাম ঝড়-বৃষ্টিতে ভাসবে কলকাতা? রাজ্যে তুমুল দুর্যোগ, IMD দিল বড় আপডেট
পুজোতে ছুটি কাটাতে জেলার অধিকাংশ মানুষজন পাড়ি দেন দেশের বিভিন্ন রাজ্যে। ঘুরে দেখেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটন স্থল। তবে এবারে জেলাবাসীর সেই চাহিদা পূরণ হবে জেলাতেই। রাজস্থানের জয়পুরের বিখ্যাত পর্যটন স্থল আমের দুর্গের প্রতিচ্ছবি ফুটে উঠবে মালদহের এই দুর্গাপুজোর থিমে। রাজস্থানের শিস মহলের আদলে তৈরি বিশাল রাজপ্রাসাদের মত এই থিম নজর কাড়বে দর্শনার্থীদের বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 10:26 PM IST