North Dinajpur News: ৫ হাজার থেকে ১ লাখ! হরেক রকম কার্পেট বানিয়ে এই গ্রামের নামই এখন কার্পেট গ্রাম

Last Updated:

রোজগার ও পরিবারকে সাহায্য করতে এই গ্রামের মহিলারাও কার্পেট তৈরির কাজে হাত লাগিয়েছেন 

+
কার্পেট

কার্পেট

উত্তর দিনাজপুর: কার্পেট গ্রামে এসেছেন কখনো? কত রকমের কার্পেট রয়েছে এই গ্রামে জানেন? উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মালগাও। যা বর্তমানে কার্পেট গ্রাম বলেই বেশি পরিচিত। ১৯৮৯ সাল থেকে এই গ্রামের প্রায় ১৫০ থেকে ২০০ পরিবার কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত। শুধু পুরুষ নয়, বিকল্প রোজগার ও পরিবারকে সাহায্য করতে এই গ্রামের মহিলারাও কার্পেট তৈরির কাজে হাত লাগিয়েছেন।
বর্তমানে এই গ্রামে পাঁচ থেকে ছয় ধরনের কার্পেট তৈরি হয়। ফাইবার, সিন্থেটিক নাইলন, পলিয়েস্টার, ওলেফিন, উল সহ বিভিন্ন ধরনের কার্পেট পেয়ে যাবেন এই গ্রামে। ৫ হাজার থেকে ১ লক্ষ টাকারও কার্পেট পেয়ে যাবেন এই গ্রামে। কার্পেটে ব্যবহৃত সামগ্রী, ওজন ও কাজ অনুযায়ী এই কার্পেটের মূল্য নির্ধারণ করা হয়।কালিয়াগঞ্জের এই গ্রামের শিল্পীদের হাতের নিপুন ছোঁয়ায় তৈরি কার্পেট আজ বিদেশেও সমাদরি গৃহীত।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা যায়, এই কার্পেট গ্রামের শুরুটা হয়েছিল, বছর কয়েক আগে গ্রামের কয়েকজন যুবক বারাণসীতে গিয়ে শিখে এসেছিল কার্পেট তৈরির কাজ। উদ্দেশ্য ছিল, নিজ এলাকায় কার্পেট শিল্প গড়ে তোলা। যা ধীরে ধীরে রপ্ত করে ফেলে বাড়ির মহিলারও। নিজেদের কাজের ফাঁকে তারাও এই কার্পেট তৈরিতে হাত লাগায়। জানা যায়, এই মালগাওয়ের কার্পেট বর্তমানে রাজ্য তো বটেই বরং আমেরিকার মতো যুক্তরাষ্ট্রগুলিতেও প্রসিদ্ধ লাভ করেছে। ৩০ স্কোয়ার ফিটের একটা কার্পেট তৈরিতে তিন জন শিল্পীর ৩০/৪৫ দিন সময় লাগে। এই ৩০ স্কোয়ার ফিটের একেকটি কার্পেটের দাম ৫০ থেকে ৬০ হাজার টাকা। বর্তমানে শিলিগুড়ি, কলকাতা সহ বিভিন্ন বিভিন্ন জেলার মেলাগুলিতে এই কার্পেট বিক্রি করা হয়।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: ৫ হাজার থেকে ১ লাখ! হরেক রকম কার্পেট বানিয়ে এই গ্রামের নামই এখন কার্পেট গ্রাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement