Durga Puja 2024: জেলার মহিলাদের হাতে গড়া প্রতিমা এবার ভিনরাজ্যেও! শেষ মুহূর্তের প্রস্তুতি শিল্পীদের
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
জেলা কোচবিহারের বেশ কিছু প্রতিমা গড়ার জায়গায় প্রতিমা নির্মাণের যাবতীয় দায়িত্ব সামলান মহিলারা। এই সমস্ত মহিলা প্রতিমা শিল্পীরা সংসারের যাবতীয় কর্মকাণ্ড সামলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে থাকেন।
কোচবিহার: জেলা কোচবিহারের বেশ কিছু প্রতিমা গড়ার জায়গায় প্রতিমা নির্মাণের যাবতীয় দায়িত্ব সামলান মহিলারা। এই সমস্ত মহিলা প্রতিমা শিল্পীরা সংসারের যাবতীয় কর্মকাণ্ড সামলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে থাকেন। তবে দুর্গাপুজোয় কর্মকাণ্ড অনেক বেশি থাকার কারণে বেশি মূর্তি তাঁরা তৈরি করতে পারে না। যার ফলে আনুমানিক ১০ থেকে ১৫ টির মধ্যে মূর্তি তৈরি করে থাকেন একজন শিল্পী। তবে তাঁদের প্রতিমা নির্মাণের মান ভাল হওয়ার কারণে শুধুমাত্র জেলায় নয়, জেলার বাইরেও ভিন রাজ্যে যায় মূর্তি।
প্রতিমা শিল্পী ঝর্ণা পাল ও যমুনা পাল জানান, “দীর্ঘ সময় ধরে কোচবিহারের মারুগঞ্জ এলাকায় কারখানা তাঁদের। এখনো পর্যন্ত প্রচুর মূর্তি তৈরি করেছেন দু’জনে। প্রতি বছর দুর্গা পুজোর প্রায় দুই থেকে তিন মাস আগে থেকে মূর্তি নির্মাণের পর্ব শুরু হয়। মূর্তির গায়ে মাটি লাগানো থেকে শুরু করে, চক্ষুদান পর্যন্ত সবটাই করেন তাঁরা। পুরুষেরা শুধু মূর্তির কাঠের ফ্রেম নির্মাণ করতে সাহায্য করেন। চলতি বছরেও প্রায় ১৫ টির বেশি মূর্তি তৈরি করেছেন এই শিল্পীরা। এবারও এই মূর্তিগুলি পার্শ্ববর্তী অসম ও বিহারের বেশ কিছু এলাকায় যাবে।”
advertisement
advertisement
কোচবিহার জেলার আরও এক মহিলা প্রতিমা শিল্পী বীণা পাল জানান, “বিয়ে হয়ে আসার পর থেকে প্রতিমা নির্মাণের কাজে হাতে খড়ি তাঁর। তবে এখনো পর্যন্ত বেশ অনেকগুলি প্রতিমার কাজ করেছেন তিনি। প্রতিবছর প্রতিমার রং করা থেকে শুরু করে কাপড় পরানো ও চক্ষুদান করতে হয় তাঁকে। তবে তাঁদের কারখানা কোচবিহার খাগড়াবাড়ি সংলগ্ন এলাকায়। চলতি বছরেও তাঁর কারখানার মূর্তি পার্শ্ববর্তী অসাম রাজ্যের একটি এলাকায় যাবে পুজোর উদ্দেশ্যে। কয়েকদিনের মধ্যেই সেই মূর্তি নিয়ে যাওয়া হবে। প্রতিবছর এক প্রকার আবেগের বশেই এই প্রতিমা তৈরির কাজ করে থাকেন এই শিল্পী।”
advertisement
মহিলা প্রতিমার শিল্পীদের হাতের তৈরি এই প্রতিমা গুলি দেখতে আকর্ষণীয় হয়ে থাকে। ফলে বহু মানুষের নজর খুব সহজেই আকর্ষণ করতে পারে এই মূর্তিগুলি। প্রতিবছর বিভিন্ন রকম ভাবে মূর্তির বদল ঘটান এই মহিলা প্রতিমা শিল্পীরা।
দুর্গা পুজো ২০২৪, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 5:37 PM IST