Siliguri News: উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য পুজোর আগেই বড় খবর! বাসযাত্রা নিয়ে চিন্তা কমল অনেকটাই
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Siliguri News: কিছুদিনের মধ্যেই আরও সাতটি রকেট বাসও চলে আসবে।
শিলিগুড়ি: পুজোর আগে শিলিগুড়ির তেনজিং নোরগে কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে দুটি এসি রকেট বাস ও দুটি সি এন জি বাস পরিষেবার সূচনা হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের উদ্যোগে সবুজ পতাকা দেখিয়ে এদিনের বাস পরিষেবা উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। পার্থপ্রতিম রায় জানান এসি রকেট বাস দুটি শিলিগুড়ি ও কলকাতা এবং সি এন জি বাস দুটি শিলিগুড়ি কোচবিহার রুটে চলাচল করবে। তিনি আরও জানান পরিবেশকে দূষন মুক্ত রাখার লক্ষ্যে খুব শীঘ্রই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আরও বেশ কিছু সি এন জি চালিত বাস পরিষেবা চালু করবে।
মোট ৩০টি নতুন সিএনজি বাস রয়েছে। যার মধ্যে ২টি নতুন সিএনজি বাস ইতিমধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছে। এছাড়া ১২টি নতুন রকেট বাস আনছে সংস্থা। রকেট বাসগুলির মধ্যে পাঁচটি নতুন রকেট বাস ইতিমধ্যেই শিলিগুড়ির সেন্ট্রাল বাস টার্মিনাসে এসে গিয়েছে। এরপর কিছুদিনের মধ্যেই আরও সাতটি রকেট বাসও চলে আসবে।মহালয়ার দিনে থেকেই কোচবিহার-শিলিগুড়ি রুটে দুটি বাস চালু হয়ে গেল। এই প্রথম উত্তরবঙ্গে পরিবহণে সিএনজি বাস চালু করা হল। স্বভাবতই খুশি পর্যটক থেকে শুরু করে পরিবেশপ্রেমীরা। এদিন বাস পরিষেবা চালুর পাশাপাশি যেসব চালক, খালাসি ও টেকনিশিয়ানগন ভালো কাজ করেছেন তাদের প্রত্যেককে নগদ দশ হাজার টাকা, গাছের চারা ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
advertisement
advertisement
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন,’সি এন জি বাসগুলোতে নানান উন্নত পরিষেবা থাকছে বলে জানা গিয়েছে। বাসগুলোতে সেন্সর, প্যানিক বটন, ফায়ার এলার্ম, সিসিটিভি থাকছে। এর পাশাপাশি আধুনিক রকেট বাসগুলোতে চার্জিং পয়েন্ট, পুশ ব্যাক সিট, স্টাডি লাইট, উইনডো শেড-সহ নানান পরিষেবা থাকছে। ‘ তিনি আরোও বলেন, ‘টানা তিন মাস আমাদের বিভিন্ন রুটের বাস নির্বাচনের কাজে থাকায় যাত্রী পরিষেবা কিছুটা ব্যহত হয়েছে। যাত্রী পরিষেবা ফের স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।’ মূলত, পর্যটকদের কথা মাথায় রেখেই একাধিক নতুন রুট চালু করার কোথাও ভাবছে এনবিএসটিসি।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2024 4:48 PM IST