Siliguri News: আইফোন চুরি করে বিপাকে চোর! কিছু বুঝতে না পেরে ফেরত দিয়ে গেলেন মালিকের বাড়িতে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
আইফোন চুরি করেও সেই আইফোন মালিকের বাড়িতে ফেরত দিয়ে গেলেন চোর
শিলিগুড়ি: মোবাইল চুরি করেও শান্তি হল না। ফোনের লক খুলতে না পেরে অবশেষে যে বাড়ি থেকে চুরি করেছিল, সেই বাড়িতেই মোবাইল ফোন ফেলে গেল চোর। আইফোন চুরি করার পর চোরের সঙ্গে যা ঘটল জানলে মাথায় হাত পড়বে।
চলতি বছরের ১৯ মার্চ মাটিগাড়া থানার অন্তর্গত বানিয়াখারি এলাকার এক বাসিন্দার বাড়ি থেকে চুরি যায় আইফোনের ১১ প্রো ম্যাক্স। দীর্ঘ খোঁজাখুঁজির পরেও মোবাইল না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন মোবাইল মালিক দাওয়া নর্বু লামা। তবে এখানেই ঘটে যায় অবাক কান্ড। হঠাৎ এক মাসের মধ্যেই তার চুরি যাওয়া আইফোনটি বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখেন। তার মতে চোর আইফোনটি চালাতে না পেরে তার বাড়ির গেটে আইফোনটি ফেলে যায়।
advertisement
advertisement
অন্যদিকে নববর্ষের দিনে বহু সাধারণ মানুষের দীর্ঘদিন থেকে চুরি যাওয়া এবং হারিয়ে যাওয়া মোট ৩৭টি মোবাইল ফোন মোবাইলের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। নববর্ষের সকালে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা। এই প্রসঙ্গে মাটিগাড়ার বাসিন্দা নন্দপ্রসাদ দাস জানান, “আমার বাড়ি থেকে মোবাইল ফোনটি চুরি যায়। তারপর দীর্ঘ খোঁজাখুঁজির পর প্রশাসনের দ্বারস্থ হই। দীর্ঘ অনেকদিন কেটে যাওয়ায় প্রায় আশা হারিয়ে ফেলেছিলাম। তবে অবশেষে মাটিগাড়া থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেই ফোনটি ফিরে পেলাম। পুলিশ দারুণ কাজ করছে, তাদের কাজে খুশি আমরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এই প্রসঙ্গে মাটিগাড়া থানার আইসি অরিন্দম বিশ্বাস বলেন, “আমরা অভিযান চালিয়ে এর আগেও বহু মোবাইল ফোন উদ্ধার করেছি, আগামী দিনেও এই অভিযান চালিয়ে সাধারণ মানুষের হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া জিনিসগুলি তাদের হাতে ফিরিয়ে দেব। বাংলার নববর্ষের তাদের হাতে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোবাইল ফোনগুলি তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুশি।”
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 15, 2025 3:48 PM IST