Siliguri News: নিঃসন্তান মেয়ের কোলে সন্তান তুলে দিতে একী ভয়ঙ্কর কাণ্ড বাঁধালেন মা! সিনেমার গল্পও হার মানবে

Last Updated:

রবিবারই মেডিক্যাল কলেজে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, ‘‘আরও আটোসাঁটো করা হচ্ছে প্রসূতি বিভাগের নিরাপত্তা ব্যবস্থা। ২০টি সিসিটিভি দ্রুত বসানো হবে। পুলিশও জানিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’’ 

শিলিগুড়ি: শিশুচুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ। চুরি যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই উদ্ধার হল শিশু। গ্রেফতার হয়েছে দুই মহিলা৷ তাঁরা সম্পর্কে মা ও মেয়ে। আটক করা হয়েছে আরও দুজনকে। কিন্তু, এই ঘটনাতেও আছে ট্যুইস্ট৷ হঠাৎ কেন বাচ্চা চুরি করতে গেলেন মা-মেয়ে? কারণ শুনলে হার মানবে সিনেমাও!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে বিহারে বিয়ে হয় উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা অঞ্জু দাসের। কিন্তু, তাঁর কোনও সন্তান হয়নি। তাই মেয়ের কোলে দুধের শিশু তুলে দিতেই ছক কষেন অঞ্জুর মা সীতা দেবী। সেইমতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে রেইকিও করেন মা ও মেয়ে। তারপর গত বুধবার হয় অপারেশন৷
advertisement
আরও পড়ুন: সোমবার থেকেই তৃণমূলের মহাকর্মসূচি! নবজাগরণ যাত্রা শুরু করছেন অভিষেক
সকাল থেকেই মেডিক্যাল কলেজেই ঘাঁটি গেঁড়েছিলেন সীতাদেবীরা। ওই দিনই মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি হন খড়িবাড়ির বাসিন্দা রঞ্জিতা সিংহ। তাঁরই দু'দিনের শিশু উধাও হয় বৃহস্পতিবার ভরদুপুরে। কিন্তু কীভাবে?
advertisement
রঞ্জিতার সঙ্গে গল্প করে সখ্যতা তৈরি করেছিলেন সীতা দেবী। সেই সুযোগে শিশুকে খাওয়ানোর কথা বলে সীতাদেবী বাচ্চাটিকে কোলে নেন৷ তার পরেই চম্পট। মেডিক্যাল কলেজ থেকে অটোয় চেপে সোজা পৌঁছে যান তেনজিং নোরগে বাস টার্মিনাসে। তারপর সেখানে মেয়েকে সঙ্গে নিয়ে বাসে চেপে একেবারে চোপড়ার বাড়িতে।
advertisement
মেডিক্যাল কলেজের একাধিক সিসিটিভি বর্তমানে বিকল অবস্থায় পড়ে থাকায় শুরুতে কিছুটা হলেও ধাক্কা খায় তদন্ত প্রক্রিয়া। শিশুচুরি নিয়ে সরব হয় বিজেপি, সিপিএম সহ বিরোধীদের একাংশও। হাসপাতালের সুপারের অফিস কার্যত অচল হয়ে যায় বিরোধী নেতাদের আন্দোলনের জেরে। চাপ বাড়তে থাকে পুলিশের।
advertisement
আরও পড়ুন: ট্রমা কেয়ার সেন্টারেই দেদার মদ্যপান, ধূমপান! ইন্টার্ন চিকিৎসকদের কীর্তি শুনলে তাজ্জব হয়ে যাবেন
এরপরে, শিশুচুরি কাণ্ডের কিনারা করতে পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদির নির্দেশে তৈরি হয় স্পেশাল টিম। ডিটেক্টিভ ডিপার্টমেন্ট, স্পেশাল অপারেশনস গ্রুপ, মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ এবং মেডিক্যাল ফাঁড়ির পুলিশ নিয়ে তৈরি হয় তদন্তকারী দল। তারপর শনিবার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। সেই ফুটেজ ধরেই আসে সাফল্য। খোঁজ মেলে অটো চালকের। তাঁকে জেরা করেই রহস্যভেদ করে পুলিশ। শিলিগুড়ির এডিসিপি শুভেন্দ্র কুমার বলেন, ঘটনায় একটি অপহরণের মামলা রুজু করা হয়েছে।
advertisement
অন্যদিকে, রবিবারই মেডিক্যাল কলেজে যান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, ‘‘আরও আটোসাঁটো করা হচ্ছে প্রসূতি বিভাগের নিরাপত্তা ব্যবস্থা। ২০টি সিসিটিভি দ্রুত বসানো হবে। পুলিশও জানিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।’’
পার্থপ্রতিম সরকার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: নিঃসন্তান মেয়ের কোলে সন্তান তুলে দিতে একী ভয়ঙ্কর কাণ্ড বাঁধালেন মা! সিনেমার গল্পও হার মানবে
Next Article
advertisement
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
খসড়া তালিকা প্রকাশের পরে একাধিক অসঙ্গতি! বিএলএদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মমতা
  • অসঙ্গতি নিয়ে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • জেলার বিএলএ ও গুরুত্বপূর্ণ কর্মীদের ডাকা হয়েছে সভায়

  • বৈধ নাম বাদ পড়া নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে নির্দেশ

VIEW MORE
advertisement
advertisement