South Dinajpur News: প্রতীক্ষার অবসান! ১৪ কোটি টাকা ব্যয়ে হবে বালুরঘাট থেকে হিলি জল নিকাশি ব্যবস্থা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
প্রতীক্ষার অবসান! ১৪ কোটি টাকা ব্যয়ে হবে বালুরঘাট থেকে হিলি জল নিকাশি ব্যবস্থা
সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট থেকে হিলি পর্যন্ত ৫১২ জাতীয় সড়কের দুপাশে জল নিকাশি ব্যবস্থার জন্য প্রায় ১৪ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। দক্ষিণ দিনাজপুরের উল্লেখযোগ্য স্থলবাণিজ্য কেন্দ্র হিলির সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগের একমাত্র মাধ্যম রাস্তা। সারাদিনের ব্যবসা ছাড়াও অন্যান্য বিভিন্ন কারণে কয়েকশো গাড়ি যাতায়াত করে ৫১২ জাতীয় সড়ক ধরে। বালুরঘাট থেকে হিলি পর্যন্ত অনেকগুলি জায়গায় জাতীয় সড়কের ধারে নিকাশি নালা নির্মাণ করা হয়েছিল। তবে, এখনও অনেক জায়গায় বাকি রয়েছে নিকাশি নালা নির্মাণ। ওই নির্মাণের জন্যই কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রণালয় ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে। সেই অর্থে বালুরঘাটের বাদামাইলে ১ কিমি ৭২০ মিটার নিকাশি নালার কাজ হবে। এছাড়াও তিওরে ২ কিমি ৪৪০ মিটার, হিলির বিভিন্ন এলাকায় ৩ কিমি ৬৪০ মিটার নিকাশি নালার কাজ হবে।
এবিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “বালুরঘাট, হিলি, বাদামাইল, তিওড় সহ বিভিন্ন জায়গায় জাতীয় সড়কে জল নিকাশি ব্যবস্থা করতে ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ওই সমস্ত এলাকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সমস্যার কথা জানালে বিষয়টি নিয়ে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট দফতরে জানানো হয়। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার জন্য মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট দফতরের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো হয়েছে।”
advertisement
advertisement
বালুরঘাট থেকে হিলি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এই রাস্তা বছর চারেক আগে কেন্দ্রীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ের তকমা পায়। তারপর থেকেই এই জাতীয় সড়কের একের পর এক উন্নয়নের কাজ চলছে। কিন্তু জাতীয় সড়কের পাশে কোন জল নিকাশি ব্যবস্থা না থাকায় মাঝে মাঝেই রাস্তার রক্ষণাবেক্ষণে সমস্যা হয়।
advertisement
এবার সেই সমস্যার সমাধানে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অনুরোধে ন্যাশনাল হাইওয়ে ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ করেছে। আর এতেই খুশি স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ী মহল। দ্রুত ওই কাজ শুরু হলে ওই সমস্ত এলাকার জল নিকাশি ব্যবস্থার সমাধান হবে। এর ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 6:21 PM IST