Sports News : নজরকাড়া সাফল্য! জাতীয় তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার পদক

Last Updated:

Gold Medal : ৪২ তম ন্যাশনাল তায়কোন্ডো প্রতিযোগিতায় সোনা এল দক্ষিণ দিনাজপুর জেলার ঘরে। অঙ্কিত কুমার পাল ও মিতালি মালি ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে স্বর্ণপদক পেয়ে দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছে। এর মাধ্যমে তাঁরা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নামার যোগ্যতা অর্জন করেছে।

+
৪২

৪২ তম ন্যাশনাল তায়কোন্ডো প্রতিযোগিতা

দক্ষিণ দিনাজপুর : ৪২ তম ন্যাশনাল তাইকোন্ডো প্রতিযোগিতায় সোনা এল দক্ষিণ দিনাজপুর জেলায়। দুই প্রতিযোগী সোনার পদক পেয়েছেন। তাঁরা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নামার যোগ্যতা অর্জন করেছেন।
খেলা দেবভূমি উত্তরাখণ্ড তাইকোন্ডো অ্যাসোসিয়েশন এর ব্যবস্থাপনায় এবং তাইকোন্ডো ফেডারেশন অফ ইন্ডিয়া এর পরিচালনায় হরিদুয়ারের রসনাবাদে অবস্থিত ‘বন্দনা কাটারিয়া স্পোর্টস কমপ্লেক্স’ -এ অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় অঙ্কিত কুমার পাল ও মিতালি মালি ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে স্বর্ণপদক পান। দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গের নাম জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছেন তাঁরা।
দক্ষিণ দিনাজপুর জেলার তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী দিবাকর মন্ডল জানান, “বালুরঘাট হাই স্কুলের সাহায্যে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ করানো হয়। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সহযোগিতা ছিল। এই ক্যাম্প থেকে এত প্রতিভা উঠে আসছে, তাতে জেলাবাসী গর্বিত।
advertisement
advertisement
আরও পড়ুন- র‍্যাপিডো বাইকে চড়ে ঘুরছে হনুমান! টাকি রোডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
“জাতীয় স্তরের তাইকোন্ডো প্রতিযোগিতা ২০২৫-এ অংশগ্রহণ করা অঙ্কিত কুমার পাল, জুনিয়র (পুরুষ) আন্ডার ৭৮ কেজি ওয়েট ক্যাটাগরিতে অসম, উত্তরাখণ্ড এবং ফাইনালে ওড়িশা হারিয়ে স্বর্ণপদক লাভ করে। অন্যদিকে, মিতালি মালি জুনিয়র (মহিলা) আন্ডার ৪৯ কেজি ওয়েট ক্যাটাগরিতে ফাইনালে পাঞ্জাবকে হারিয়ে স্বর্ণপদক পান। আরেকটি সিলেকশনের মাধ্যমে উক্ত প্রতিযোগীরা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে বলেই জানা গিয়েছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sports News : নজরকাড়া সাফল্য! জাতীয় তায়কোন্ডো চ্যাম্পিয়নশিপে সোনার পদক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement