Durga Puja 2024: রাজ আমলের এই মন্দিরের প্রাচীন পুজো এখন জাঁকজমক হীন! তবুও প্রাণের টানেই ভিড় জমান বহু মানুষ
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Sarthak Pandit
Last Updated:
ঐতিহ্যবাহী বড় দেবীর আরাধনার পাশাপাশি এই দেবী দুর্গার আরাধনা করা হয় এই মন্দিরে। তবে রাজ আমলে এই পুজোর সূচনা হলেও দুই পুজোর রীতি ও প্রথা সম্পূর্ণ আলাদা।
কোচবিহার: জেলা কোচবিহারের রাজ আমলের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী নিদর্শন কোচবিহার মদনমোহন বাড়ি। দীর্ঘ সময় ধরে এই মদনমোহন বাড়িতেও আরাধনা করা হয় দেবী দুর্গার।
জেলা কোচবিহারের প্রাচীন ঐতিহ্যবাহী বড় দেবীর আরাধনার পাশাপাশি এই দেবী দুর্গার আরাধনা করা হয় এই মন্দিরে। তবে রাজ আমলে এই পুজোর সূচনা হলেও দুই পুজোর রীতি ও প্রথা সম্পূর্ণ আলাদা।
advertisement
দীর্ঘ রাজ আমলের প্রাচীন এই পুজোয় দূর-দূরান্তের বহু ভক্তবৃন্দের পাশাপাশি জেলার বহু মানুষেরা অংশগ্রহণ করে থাকেন। তাই তো আজও এই পুজোয় প্রাচীন রীতি-প্রথা মেনেই সমস্ত কাজ করা হয়।
advertisement
মদনমোহন বাড়ির পুরোহিত খগপতি মিশ্র জানান, “দীর্ঘ সময়ের এই প্রাচীন পুজো৷ এখানে রীতি প্রথাই আসল। এই পুজোয় জাঁকজমক খুব একটা দেখতে পাওয়া যায় না।
তবে জাঁকজমক না থাকলেও বহু মানুষ এই পুজোয় ভিড় জমান। একটা সময়ে রাজাদের দ্বারা পরিচালনা করা হতো এই পুজো। তবে বর্তমান সময়ে এই পুজোর সমস্ত দায়িত্বভার পালন করেন দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কর্মকর্তারা।
advertisement
তবে এখনো রাজ আমলের কোন প্রথার ক্ষুন্ন করা হয়নি। তাইতো এই পুজোর ঐতিহ্য দীর্ঘ সময় ধরে একই রকম ভাবে চলে আসছে।
মন্দিরের দুই দর্শনার্থী সুচেতা দাস ও পিয়ালী সরকার জানান, “প্রতিবছর দুর্গাপুজোর সময় এই মন্দিরে না এলে পুজো বলে মনেই হয় না। রাজ আমলের শুরু হওয়া এই পুজোর ঐতিহ্যই আলাদা। তাইতো এই পুজোর রীতি-প্রথা টানে প্রতিবছর এই মন্দিরের ভিড় জমান বহু মানুষ।’’
advertisement
দীর্ঘ সময় বাদে আজও এই পুজো প্রায় প্রতিটি মানুষের মনে দাগ কাটে। শুধুমাত্র জেলার মানুষেরাই নয়। জেলার পাশাপাশি বাইরেরও বহু মানুষ এই পুজোর টানে মদনমোহন মন্দিরে এসে থাকেন। অনেকে আবার এই পুজোতে অংশগ্রহণ করতে হবে এসে থাকেন দূর-দূরান্ত থেকে।
রাজা আমলে তৈরি এই মদনমোহন বাড়িতে রাজ আমলের সমস্ত ঐতিহ্য বজায় রেখে এই দেবী দুর্গার আরাধনা করা হয়। একাধিক রীতি-প্রথা রয়েছে এই প্রাচীন পুজোকে কেন্দ্র করে। মদনমোহন বাড়ির দায়িত্বে থাকা পুরোহিতরা এই পুজোর দায়িত্বভার সামলান। থিমের জাঁকজমক হীন এই পুজোর ঐতিহ্য ও রীতি প্রথাই হল আসল।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2024 7:33 PM IST