Bankura News: সন্ন্যাসীর হাতে তৈরি মূর্তি, এবারের পুজোয় নজর কাড়ছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম
- Published by:Debolina Adhikari
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
জঙ্গলমহলের একটি আশ্রমের পুজো। মূর্তি তৈরি করেছেন সন্ন্যাসী এবং শিষ্যরা ।
বাঁকুড়া: দেবী দুর্গার অনন্য প্রতিমা আরাধনা চলছে বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের খামানী গ্রামের জগদানন্দ সন্ন্যাস আশ্রমে। জগদানন্দ সন্ন্যাস আশ্রমের এবারের পুজো ৩৫ বর্ষের। ছোট্ট একটি পুজো। কিন্তু মোড়া ভালোবাসায়। আশ্রমের মহারাজ স্বামী মহেশ্বরানন্দ তার শিষ্যদের নিয়ে নিজেদের হাতে গড়েছেন এই চমকপ্রদ দেবী দুর্গাকে।
এই আকর্ষণীয় প্রতিমা নজর কেড়েছে দর্শনার্থীদের । আশ্রমের চিরাচরিত রীতি মেনেই দেবীদুর্গার পুজো চলছে। মায়ের পুজোর পাশাপাশি মণ্ডপ চত্বরের হরি মন্দিরে মহাষষ্ঠীর দিনে শুরু হয়েছিল অখন্ড হরিনাম সংকীর্তন, চলবে দশমী পর্যন্ত। এখানে নবমীর দিন হয় কুমারী পুজো ও চন্ডী পাঠ। আশপাশের বিভিন্ন গ্রাম সহ দূরদূরান্ত থেকে ভক্তরা এই পুজোতে শামিল হয়েছেন।
advertisement
advertisement
আশ্রম কতৃপক্ষের দাবি, সম্ভবত এই প্রথম এত মৌলিক মা দুর্গার মূর্তি নির্মাণ করে চলছে পুজো। এর জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন দর্শনার্থীরা। আন্তরিক পুজো দেখতে ভালবাসেন অনেকেই। থিম নয়, যেন ভাবধারার পুজো মানুষকে বেশি টানে। বাঁকুড়া জঙ্গলমহলে সেই উদাহরণ চোখে পড়ল।
advertisement
জঙ্গলমহলে সন্ন্যাসী এবং তাঁর শিষ্যদের হাতে বানানো এই মূর্তি যেন নজর কেড়েছে প্রত্যেকের। মানুষের ঢল নামছে, যা চোখে পড়ার মত। শহরের পুজোগুলির মতোই প্রাধান্য পাচ্ছে আশ্রমের এই পুজো যা সত্যিই এক বিশেষ বার্তা বহন করে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2024 5:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: সন্ন্যাসীর হাতে তৈরি মূর্তি, এবারের পুজোয় নজর কাড়ছে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম