Thalassemia Patient: প্রবল গরমে অসুস্থ শিশুর জন্য যা করলেন এই ব্যক্তি, ধন্য ধন্য করছে সকলে
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Thalassemia Patient: তিন বছরের মেয়ে জন্য রক্তের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রতি সপ্তাহে তাকে রক্ত দিতে হয়। এমন সময় সাহেবগঞ্জ থেকে শহরে এসে ওই শিশুর জন্য রক্ত দিলেন মিল্টন সরকার
কোচবিহার: গরম পড়তেই ব্লাড ব্যাঙ্কগুলোয় রক্তের ভাঁড়ারে টান পড়তে শুরু করেছে। তার উপর নির্বাচনের মরশুম হওয়ায় আরওই রক্তদান শিবিরের সংখ্যা কমে গিয়েছে। বিরল গ্রুপের রক্ত পাওয়া এক রকম অসম্ভব এই সময়। এমনই এক কঠিন পরিস্থিতিতে তিন বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু কন্যার জন্য এ পজিটিভ রক্তের সন্ধান করতে করতে হতাশ হয়ে পড়েছিল একটি পরিবার। এমনই সময় ৪০ কিলোমিটার পথ উজিয়ে এসে ‘দেবদূত’ রূপে দেখা দিলেন এক সহৃদয় ব্যক্তি।
কোচবিহারের শহরে বাড়ি রিপন দত্তের। তাঁর তিন বছরের মেয়ে জন্য রক্তের সন্ধানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রতি সপ্তাহে তাকে রক্ত দিতে হয়। এমন সময় সাহেবগঞ্জ থেকে শহরে এসে ওই শিশুর জন্য রক্ত দিলেন মিল্টন সরকার। তিনি জানান, এক সমাজসেবী সংগঠনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে এই ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি রক্ত দিতে আসেন। মিল্টন সরকার বাকিদেরকেও এই কঠিন সময়ে এগিয়ে এসে রক্তদান করার পরামর্শ দেন।
advertisement
advertisement
থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত শিশু কন্যার বাবা রিপন দত্ত জানান, তিন-চারদিন ধরে শহরের সমস্ত ব্লাড ব্যাঙ্কে ঘুরে খালি হাতে ফিরেছেন। কোথাও রক্ত ছিল না। এমন পরিস্থিতিতে কীভাবে মেয়ের প্রাণ রক্ষা করবেন সেই দুশ্চিন্তা দেখা দিয়েছিল। তখনই দেবদূতের মত এসে হাজির হন মিল্টনবাবু।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2024 9:09 PM IST