Malda Disaster: গঙ্গা ভাঙনে আগেই হারিয়েছিল ভিটেমাটি, এবার অস্থায়ী বাড়িও গেল অগ্নিকাণ্ডে

Last Updated:

Malda Disaster: দুপুরে হঠাৎই ওই এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তা সফল হয়নি। নিমেষের মধ্যেই পরপর গ্রামের ১৫ টি বাড়িপুড়ে ছাই হয়ে যায়

+
ক্ষতিগ্রস্ত

ক্ষতিগ্রস্ত গ্রাম

মালদহ: গঙ্গার গ্রাসে বাড়িঘর থেকে ভিটেমাটির সমস্ত কিছু আগেই হারিয়েছিলেন তাঁরা। অসহায় পরিবারগুলি অস্থায়ী বাড়ি তৈরি করে ভাঙন কবলিত এলাকা থেকে কিছুটা দূরে বসবাস শুরু করেছিলেন। কিন্তু এবার আগুনের গ্রাসে সর্বস্ব খুইয়ে বাঁচার শেষ সম্বলটুকুও হারিয়ে বসল ১৫ টি পরিবার।
গত কয়েক বছর ধরেই অস্থায়ী বাড়িতে বসবাস করছিলেন মালদহের বৈষ্ণবনগর থানার পার অনুপনগর গ্রামের এই ১৫ টি পরিবার। কিন্তু সেই অস্থায়ী বাড়িও আর থাকল না। আগুনের লেলিহান শিখা অস্থায়ী বাড়ি ভস্মীভূত করে দিয়েছে। ফলে ফের ভিটেহারা হলেন গঙ্গা তীরবর্তী গ্রামের অসহায় পরিবারগুলো।
advertisement
advertisement
এদিন দুপুরে হঠাৎই ওই এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু তা সফল হয়নি। নিমেষের মধ্যেই পরপর গ্রামের ১৫ টি বাড়িপুড়ে ছাই হয়ে যায়। দ্রুত আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় অগ্নিদগ্ধ হয়েছে গ্রামের এক মহিলা ও শিশু। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও গবাদি পশুও অগ্নিদগ্ধ হয়ে জখম হয়েছে। বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এলাকায় দমকল গিয়ে পৌঁছায়নি। স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। মালদহ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এই ঘটনা প্রসঙ্গে বলেন, গঙ্গা ভাঙনে ভিটেমাটি অনেক আগেই হারিয়েছে ক্ষতিগ্রস্তরা। এবার অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িঘর সহ সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। নির্বাচনী বিধি লাগু থাকায় কিছু করার উপায় নেই আমার। তবে দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ত্রাণ সামগ্রী দেওয়ার।
advertisement
জানা গেছে, ২০১৭ সালে ভয়াবহ গঙ্গা ভাঙনে সর্বস্ব হারিয়েছিল ওই পরিবারগুলো। এই অগ্নিকাণ্ডের ফলে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী। তাঁরা ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা।
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda Disaster: গঙ্গা ভাঙনে আগেই হারিয়েছিল ভিটেমাটি, এবার অস্থায়ী বাড়িও গেল অগ্নিকাণ্ডে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement