#রায়গঞ্জ: ছট পুজো করতে গিয়ে বাড়ির লোকেরা আনন্দ থেকে বঞ্চিত হবেন। প্রশাসনের বিধিনিষেধের মধ্যে না গিয়ে এলাকার মাঠে কৃত্রিম জলাশয় তৈরি করে ছট পুজোর আয়োজন করলেন রায়গঞ্জ তুলসীতলার বাসিন্দা মিঠু রাম। মিঠুবাবুর সঙ্গে সামিল হয়েছেন প্রতিবেশী আরও পাঁচটি পরিবার।
সরকারি এই বিধিনিষেধের মধ্যে না গিয়ে রায়গঞ্জ শহরের তুলসীপাড়ার বেশ কয়েকটি পরিবার এলাকার বারোবিঘা মাঠে কৃত্রিম জলাশয় তৈরি করেছেন। এবারে সেখানেই ছট পুজো করার উদ্যোগ নিয়েছেন। তাঁরা নিজেরাই মাটি কেটে খাল তৈরি করে তার উপর পলিথিন বিছিয়ে পাম্প মেশিনের সাহায্যে জল দিয়ে তৈরি করেছেন কৃত্রিম জলাশয়। সেই জলাশয়ের ধারেই চলছে কলাগাছ ও ফুলের মালা দিয়ে সাজানোর কাজ। এবার আর কুলিক নদীর ঘাটে গিয়ে পুজো না করে এই কৃত্রিম জলাশয়ের ধারেই ছট পুজো করবেন বলে জানালেন ছট পূন্যার্থী মিঠু রাম। প্রতিবারের ছট পুজোর মতো এবার আনন্দ উপভোগ করতে না পারায় মন খারাপ তুলসীতলার বেশ কয়েকটি পরিবারের। তবুও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পূজা করতে পারবেন সেটাই তাদের আনন্দ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhath Puja 2020