অনিল কুম্বলে উত্তরবঙ্গে! পুজো মিটতেই বিশেষ কাজে বাংলার পাহাড়ে প্রাক্তন ক্রিকেটার
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Anil Kumble in North Bengal: উত্তরের পাহাড়ে অনিল কুম্বলে। শহর শিলিগুড়ি লাগোয়া রংটং-এর শিবখোলার পাহাড়ে হাজির প্রাক্তন স্পিনার।
শিলিগুড়ি : ভারতীয় ক্রিকেট প্রাক্তন লেগ স্পিনার তথা টিম ইন্ডিয়ার অন্যতম সফল কোচ অনিল কুম্বলে উত্তরবঙ্গ সফরে!
তাঁর ক্রিকেটীয় দক্ষতার কথা আমদের সকলের জানা। কিন্তু অনিল কুম্বলের যে বন্য জীব-জন্তুর ছবি তোলার ঝোঁকও আছে, তা হয়তো অনেকেই জানেন না।
খেলার পাশাপাশি বন্য প্রাণীদের নিয়ে শখের ফটোগ্রাফিতেও বহুদিন আগেই মন দিয়েছিলেন অনিল কুম্বলে। তাই এবার পাখির টানে তিনি চলে এলেন উত্তরের পাহাড়ে।
advertisement
আরও পড়ুন- ডোনা স্ত্রী হিসেবে মিষ্টি না তেতো? সৌরভের চমকে দেওয়া উত্তর, ‘ম্যাডাম তো…’
শহর শিলিগুড়ি লাগোয়া রংটং-এর শিবখোলার পাহাড়ে আঁকাবাঁকা পথ ঘুরে বেরালেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন কোচ ও প্রাক্তন লেগস্পিনার।প্রসঙ্গত, শীত পড়তেই রংটং হয়ে ওঠে পরিযায়ী পাখির অন্যতম ঠিকানা। দেশ বিদেশ থেকে অনেক পাখিদের আনাগোনা শুরু হয় এই এলকায়। সেই পাখিদের ক্যামেরাবন্দি করতেই রংটং আসা কুম্বলের।
advertisement
অনিল কুম্বলে ভাল ক্রিকেটারের পাশাপাশি ভালবাসেন ফটোগ্রাফি। আর সেই টানেই পরিবেশের ও বিভিন্ন প্রজাতির পাখির টানে রংটং-এ পাখির ছবি ক্যামেরাবন্দি করলেন তিনি।
অনিল বাবু ওয়াইল্ড লাইফ ভালবাসেন। এই প্রসঙ্গে তিনি বলেন , “এখানে পরিবেশ প্রেমী সংস্থা পশু পাখি রক্ষণাবেক্ষণের জন্য ভাল কাজ করছে।আমি এই জায়গাটি দারুন উপভোগ করলাম। এই প্রথমবার হর্নবিলের ছবি তুলেছি। শহরের কোলাহল ছেড়ে এই জায়গাটিতে এসে ছবি তোলার আনন্দই আলাদা।”
advertisement
আরও পড়ুন- বিশ্বকাপের সেমি ফাইনালে ৪ দল নিশ্চিৎ! বিদায়ের তালিকায় কোন কোন দেশ, রইল তালিকা
এছাড়াও পর্যটক ও পরিবেশ প্রেমীদের রংটং-এ আসার অনুরোধ জানান তিনি।এখানে এলে অনেক অজানা পাখি সহ অজানা অনেক অথ্য জানতে পারবেন বলে জানান তিনি।
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2023 6:15 PM IST