Tea Flavour: মহিলাদের কোমল হাতের নিপুণ ছোঁওয়ায় আর তোলা হচ্ছে না চা পাতা, প্রযুক্তির ধারাল ব্লেডেই কি হারাচ্ছে চায়ের আকর্ষণীয় ব্লেন্ড? প্রশ্ন তুলছে ডুয়ার্সের চা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Dooars Tea: প্রযুক্তির ধারাল ব্লেডেই কি হারাচ্ছে চায়ের আকর্ষণীয় ব্লেন্ড? প্রশ্ন তুলছে ডুয়ার্সের চা
জলপাইগুড়ি: এগোচ্ছে প্রযুক্তি চাপা পড়ছে ঐতিহ্য! প্রযুক্তির ধারালো ব্লেডে হারিয়ে যাচ্ছে চায়ের আকর্ষণীয় ব্লেন্ড, পরিযায়ী হচ্ছে শ্রমিক, পরিবর্তন হচ্ছে চায়ের গুণগত মান। কম সময়ে বেশি পরিমাণ চা পাতা তোলায় এখন উত্তরের চা বাগানগুলি জুড়ে রমরমা চাহিদা প্রযুক্তির ধারালো ব্লেডের।
বিশেষত উত্তরবঙ্গের মানুষ দশকের পর দশক ধরে এটাই দেখে এসেছিল আদিবাসী চা বাগান শ্রমিকের হাতের আঙুলের আলতো চাপে গাছ থেকে তোলা হচ্ছে দুটি পাতা একটি কুঁড়ি। শ্রমিকদের দক্ষ হাতে বেছে বেছে তোলা দুটি পাতা একটি কুঁড়ির চা বিশ্ব দরবারে খ্যাতিপ্রাপ্ত। তবে বর্তমানে সেই দৃশ্য হারিয়ে যেতে বসেছে। এখন শ্রমিকের মজুরি বাঁচাতে ক্ষুদ্র থেকে বড় বেশিরভাগ চা বাগানেই ব্যবহার করা হয় অত্যাধুনিক যন্ত্রের ধারালো ব্লেড। আর এই প্রযুক্তির ধারালো ব্লেডের ধারে শুধু দুটি পাতা একটি কুঁড়ি নয়, চা পাতা তৈরির অযোগ্য পাতা সহ ডালপালা পৌছে যাচ্ছে চা তৈরির কারখানায়।
advertisement
advertisement
চা শ্রমিকদের মজুরি তো বাঁচছে কিন্তু স্বাদ কমছে চা ‘ এর। চা প্রেমীরা ভুলতে বসেছেন আসল চায়ের ব্লেন্ড। এরই সঙ্গে চা শ্রমিকদের জীবন জীবিকাই আঘাত পড়ায়, চা বাগানে কাজ না থাকায় ডুয়ার্স থেকে দলে দলে মানুষ পাড়ি জমায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের পরিচয় কাঁধে নিয়ে। এই প্রসঙ্গে দীর্ঘ সময় চা উৎপাদনের কাজে সক্রিয় ভাবে যুক্ত থাকা বাগান পরিচালক বলেন, কিছুটা হলেও পরিবর্তন হবেই, লোহার ব্লেডে কাটার কারণেচা পাতায় থাকা রস ফারমেন্টেড হয় দ্রুত। এছাড়া পাতা তোলার পর পুনরায় গাছে কাটা পরে থাকা পাতা পরিষ্কার করাটা খুবই জরুরি। যেগুলি অত্যাধুনিক যন্ত্রের দ্বারা কখনোই দক্ষ শ্রমিকদের মত কাজ করা সম্ভব নয়। কিন্তু, দিনের পর দিন এভাবেই অত্যাধুনিক যন্ত্রের চাপে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য, হারিয়ে যাচ্ছে উত্তরবঙ্গের সেই চায়ের স্বাদ।
advertisement
Surajit Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2024 8:56 PM IST