Darjeeling Tea: ফ্রি-তে নিজের পছন্দের দার্জিলিং চা খেয়ে দেখুন, পছন্দ হলে তারপরেই কিনুন! এমন সুবর্ণ সুযোগ দিচ্ছে কোন দোকান? ঠিকানা এখনই জেনে নিন

Last Updated:

আগে খেয়ে দেখুন তারপরেই চা কিনুন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাও আবার বিনামূল্যে! ৮০ টাকা থেকে ২০০০০ টাকা কেজি দরে বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির চায়ের সম্ভার রয়েছে এখানে ,জেনে রাখুন ঠিকানা! 

+
বিভিন্ন

বিভিন্ন ধরনের প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং চা

দার্জিলিং: দার্জিলিঙে ঘুরতে এসে পছন্দের চা খাওয়ার জন্যে পাহাড়ের কোলে উৎপাদিত চা পাতা কিনবেন ভাবছেন তাহলে আগে খেয়ে দেখুন তারপর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নিজের পছন্দের চা পাতা কিনুন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দার্জিলিংয়ের চৌরাস্তায় রয়েছে এমনই এক চায়ের দোকান, যেখানে গেলে সবার প্রথমে আপনার পছন্দের কথা জানালেই চা বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের চা পাতা দিয়ে চা বানিয়ে আপনাকে খাওয়াবে এরপর আপনি নিজের পছন্দের চা পাতা বেছে নিতে পারেন। এখানে এলেই যে আপনাকে চা পাতা কিনতে হবে তার কোনও বাধ্যবাধকতা নেই।
উত্তর বঙ্গ মানেই পাহাড় চা বাগান থেকে শুরু করে ডুয়ার্সের সেই মনমুগ্ধ করা জঙ্গল। শহরের তীব্র গরম থেকে স্বস্তি পেতে একঘেয়েমি জীবন ছেড়ে ছুটি পেলেই উত্তরবঙ্গের পাহাড়ে ঘেরা শান্ত শীতল পরিবেশে সময় কাটাতে দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রচুর পর্যটক। উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে দার্জিলিংয়ের পাহাড় ঘেরা চা বাগান যেন পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু।
advertisement
advertisement
পাহাড়ে এসে সকলেই এমন ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চায়ের আনন্দ উপভোগ করতে মরিয়া হয়ে ওঠে । এ প্রসঙ্গে দার্জিলিং চৌরাস্তার এক চা ব্যবসায়ী বলেন চৌরাস্তার উপরে অবস্থিত এই ময়ূখ স্টোরে এলে দার্জিলিং পাহাড়ে উৎপন্ন বিভিন্ন বাগানের চা পাতা এখানে পাবেন তার ওপর পর্যটকদের চা না খাইয়ে তারা চা পাতা বিক্রি করেন না। চা বিশেষজ্ঞরা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন চা পাতা দেখাবে এবং প্রয়োজনে আপনি খেয়ে যাচাই করে তারপরেই কিনতে পারবেন তার জন্য দিতে হবে না কোন অতিরিক্ত টাকা।
advertisement
উত্তরবঙ্গের পর্যটনে অন্যতম আয়ের দিশারী হল চা শিল্প, এখানকার চা পাতা যেমন দেশে-বিদেশে রপ্তানি হয় তেমনি এখানে ঘুরতে আসা প্রচুর পর্যটক ঘোরার শেষে বাড়ির জন্য চা পাতা কিনে নিয়ে যায়। সে অর্থে অনেকেরই মনেই প্রশ্ন থাকে লিকার চা হোক বা দুধ চা, কোন চা খাওয়ার জন্য কোন চা পাতা ভাল?
advertisement
এবার আপনাদের মন থেকে সেই প্রশ্নটিকেই উড়িয়ে দিয়ে আগে আপনাদের চা খাইয়ে বিশেষজ্ঞরা সেই চায়ের সম্বন্ধে আপনাদের জানিয়ে আপনাদের পছন্দের চা পাতা আপনাদের দেবে। তবে আর দেরি কিসের শৈলশহর দার্জিলিংয়ে ঘুরতে এসে আপনারও যদি পছন্দের চা পাতা কেনার ইচ্ছে থাকে তাহলে এই চায়ের দোকান কোনওভাবেই ‘মিস’ করা যাবে না।
সুজয় ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling Tea: ফ্রি-তে নিজের পছন্দের দার্জিলিং চা খেয়ে দেখুন, পছন্দ হলে তারপরেই কিনুন! এমন সুবর্ণ সুযোগ দিচ্ছে কোন দোকান? ঠিকানা এখনই জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement