Viral Nose Singer: নাক দিয়েই তোলেন গিটারের সুর! শিল্পীর অবাক প্রতিভা, নেট দুনিয়ায় ভাইরাল

Last Updated:

Viral singer: দীর্ঘ সময় ধরে তিনি নাক দিয়ে গিটারের সুর বাজাতে পছন্দ করে হরিনারায়ণ বর্মণ। আর বর্তমানে এই প্রতিভার মাধ্যমে তিনি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন। 

+
ভাইরাল

ভাইরাল শিল্পী হরিনারায়ণ বর্মন

মাথাভাঙা: জেলা কোচবিহারের মাথাভাঙ্গা ২ নং ব্লকের অন্তর্গত বড় শৈলমারি অঞ্চলের দেওয়ানবস বাজার এলাকা। এখানের দীর্ঘ সময়ের বাসিন্দা হরিনারায়ণ বর্মণ। বয়স আনুমানিক ৪০ বছর। দীর্ঘ সময় ধরে তিনি নাক দিয়ে গিটারের সুর বাজাতে পছন্দ করেন। আর বর্তমানে এই প্রতিভার মাধ্যমে তিনি নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন। তিনি ছয় থেকে সাত ধরনের গান নাক দিয়ে বাজিয়ে ফেলতে পারেন গিটারের সুরের মাধ্যমে।
ভাইরাল শিল্পী হরিনারায়ণ বর্মণ জানান, “ছোটবেলায় তাঁর কাকু বিয়েতে একটি রেডিও পেয়েছিলেন। সে রেডিওতে প্রথম গান শুনেছিলেন তিনি। সেখানের গানের সুর প্রথম তিনি নাক দিয়ে বাজানোর চেষ্টা করেন। তারপর থেকে ধীরে ধীরে আরও বিভিন্ন ধরনের গান চেষ্টা করেছেন নাক দিয়ে বাজানোর। বহু মানুষ তাঁর এই প্রতিভাকে অনেকটাই পছন্দ করে থাকেন। কিছু দিন আগে নেট দুনিয়ায় প্রথম তাঁর একটি গান দারুণ ভাইরাল হয়েছে। বহু মানুষ তাঁর এই গানটি বেশ অনেকটাই পছন্দ করেছেন। আগামী দিনে এই প্রতিভাকে আরও অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে চান তিনি।”
advertisement
advertisement
শিল্পীর ভাই কৃষ্ণ বর্মন জানান, ” দাদা পেশাগতভাবে কৃষি কাজ করে। মাঝেমধ্যে রাজবংশী গানের দলেও কাজ করে। তবে তার এই প্রতিভা বহু মানুষ পছন্দ করে থাকে। বর্তমানে নেট দুনিয়ায় তাঁর যে গানটি বেশ ভাইরাল হয়েছে সেই গানটি তিনি প্রথম শুনেছিলেন রেডিওতে।”
advertisement
জেলার এই ব্যক্তি বর্তমান সময়ে নেট দুনিয়ার পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও বেশ অনেকটাই ভাইরাল হয়েছেন। নাক দিয়ে গিটারের সুর বাজিয়ে তিনি মন জয় করে চলেছেন বহু মানুষের। আগামী দিনেও তিনি এই কর্মকাণ্ড চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Nose Singer: নাক দিয়েই তোলেন গিটারের সুর! শিল্পীর অবাক প্রতিভা, নেট দুনিয়ায় ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement