সূর্যের আলো আগে এই কাজে ব্যবহার হয়নি! জেলার যুবকের কীর্তি অবাক করবে আপনাকেও
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Sun Light: ইতিমধ্যেই তিনি একটা জিনিস বানিয়েছেন। যা দিয়ে সূর্যের আলোকে প্রতিফলন ঘটিয়ে একত্রিত করা সম্ভব। এর ফলে সূর্যের আলোর ক্ষমতা বেড়ে যাচ্ছে অনেকটাই।
শীতলকুচি: জেলা কোচবিহারের সীমান্ত লাগোয়া এলাকা শীতলকুচি। এই এলাকার পেটলা নেপরা এলাকার বাসিন্দা রমজান আলি। দীর্ঘ সময় ধরে তিনি নানা রকমের জিনিস তৈরিতে মগ্ন থাকেন। তাঁর তৈরি একাধিক জিনিস ইতিমধ্যেই বহু মানুষের নজর আর্কষণ করেছে।
এবারে তিনি সূর্যের আলোকে মানুষের সহায়তায় কাজে লাগানোর চেষ্টা করছেন। ইতিমধ্যেই তিনি একটা জিনিস বানিয়েছেন। যা দিয়ে সূর্যের আলোকে প্রতিফলন ঘটিয়ে একত্রিত করা সম্ভব। এর ফলে সূর্যের আলোর ক্ষমতা বেড়ে যাচ্ছে অনেকটাই। যা দিয়ে সহজেই বহু কাজ করা সম্ভব হচ্ছে।
advertisement
advertisement
ভাইরাল যুবক রমজান আলি জানান, ‘‘এই জিনিসটি বানাতে সময় লেগেছে ১২ থেকে ১৩ মাস। বিষয়টি চিন্তা করে বানাতে হয়েছে। খরচ হয়েছে একেবারে সামান্য, মাত্র ৫০০ টাকা। সূর্যের আলোকে একাধিক টুকরো করা আয়নার কাচের মাধ্যমে প্রতিফলন করতে হবে। এতে সূর্যের আলোর ক্ষমতা বেড়ে যাবে অনেকটা। সেই সমস্ত আলোকে যদি একসঙ্গে একজায়গায় কেন্দ্রীভূত করা যায়। তবে সেই ক্ষমতা দিয়ে অনেক কাজ সহজেই করা যাবে। বিদ্যুৎ উৎপাদন, রান্না করা ও দীর্ঘ সময় পর্যন্ত প্রাকৃতিক উপায়ে কোনও জিনিস গরম রাখা সহজেই সম্ভব এই ভাবে।’’
advertisement
তিনি আরও জানান, ‘‘যদি এটিকে আরও কিছুটা উন্নত করা যায়। তবে বিষয়টির আরও অনেকটাই ক্ষমতা বাড়বে। এতে আগামীদিনে এই জিনিসকে বহু মানুষের উপকারে লাগানো সম্ভব হবে। যদিও তখন এখনের চাইতে খরচ কিছুটা বাড়বে। তবে এই শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে অনেকটা। সকাল থেকে বিকেল পর্যন্ত যে রোদ থাকে। এই জিনিস ব্যবহার করলে, তাতে সাধারণ সোলারের চাইতে বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। যদিও বিষয়টি নিয়ে আরও কিছু কাজ করা বাকি রয়েছে। মূলত আর্থিক সংস্থানের অভাবে বাকি কাজ করতে কিছুটা সময় লাগছে তাঁর।’’
advertisement
তবে একের পর এক জিনিস তৈরি করে বর্তমান সময়ে লোকের মধ্যে দারুণ পরিচিতি লাভ করেছে রমজান। আগামী দিনে তাঁর তৈরি আরোও বহু জিনিস তিনি সকলের সামনে আনতে চলেছেন বলেই জানিয়েছেন তিনি। যদিও তার জন্য আরও কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে তাঁর। পারিবারিক আর্থিক পরিস্থিতির কারণে কিছুটা সমস্যায় পড়তে হয় তাঁকে।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 31, 2025 6:55 PM IST