জলপাইগুড়িতে আক্রান্ত হয়েছিলেন খগেন মুর্মু! অসুস্থ সাংসদকে দেখতে হাসপাতালে সুকান্ত মজুমদার
- Published by:Rachana Majumder
- Reported by:Susmita Mondal
Last Updated:
খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সাংসদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন সুকান্ত। সেই সঙ্গে তাঁর স্বাস্থ্যেরও খোঁজখবর নেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, এখনও তাঁর চিকিৎসা চলছে।
জলপাইগুড়িতে স্থানীয়দের হাতে আক্রান্ত হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু । বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কয়েকদিন আগেই তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তাঁকে দেখতে হাসপাতালে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংসদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন সুকান্ত। সেই সঙ্গে তাঁর স্বাস্থ্যেরও খোঁজখবর নেন তিনি। হাসপাতাল সূত্রের খবর, এখনও তাঁর চিকিৎসা চলছে। ফলে এখনও আরও কয়েকদিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে।
গত ৬ অক্টোবর নাগরাকাটার দুর্যোগ কবলিত এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, বামনডাঙায় ঢোকার আগে থেকেই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। লাঠি, জুতোর পাশাপাশি গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। আর সেই পাথরের ঘায়ে গুরুতর জখম হন খগেন। কার্যত মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। আর সেই ঘটনার ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। বিজেপি সাংসদকে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি নিয়ে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। সাংসদ ও বিধায়কের উপর এভাবে হামলা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। যদিও শাসক দলের কর্মী সমর্থকরাই এই হামলা করেছে তা মানতে নারাজ তৃণমূল শিবির।
advertisement
advertisement
সুকান্ত মজুমদার বলেন, “আজ আমি খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছি। আমার দেখে খুবই ভাল লাগল যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 4:56 PM IST