Sufal Bangla Vegetables Price: মহার্ঘ বাজারে সস্তার নাম 'সুফল বাংলা'! অনেক সস্তায় মিলছে ফুলকপি থেকে অন্যান্য শাক-সবজি
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
সপ্তাহের শুরুতেই চড়া সবজির বাজার, তবে এখানে বাজার করলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের! সোমবার সকাল, সপ্তাহের প্রথম দিনেই জলপাইগুড়ির বাজারে সবজি কিনতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: সপ্তাহের শুরুতেই চড়া সবজির বাজার, তবে এখানে বাজার করলে স্বস্তি মিলবে সাধারণ মানুষের! সোমবার সকাল, সপ্তাহের প্রথম দিনেই জলপাইগুড়ির বাজারে সবজি কিনতে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। বাজার ঘুরে দেখা গেল, প্রায় সব ধরনের সবজিতেই পঞ্চাশের নিচে দাম নেই। কিন্তু কেন এই ঊর্ধ্বমুখী দাম?
বিক্রেতাদের দাবি, “পরিবহন খরচ, পাইকারি দামের ওঠানামা, সঙ্গে আবহাওয়ার প্রভাব সব মিলিয়ে দাম কমার কোনও লক্ষণ নেই এখনই।” শহরের বিভিন্ন বাজার বয়েলখানা, শিরিষতলা, দিনবাজার ঘুরে দেখা গেল সবজি কিনতে গিয়ে কার্যত হাত পুড়ছে। তবে স্বস্তি দিচ্ছে সুফল বাংলা। সেখানকার স্টলে বাঁধাকপি মিলছে কিলো প্রতি ৩৮ টাকা, ফুলকপি ৪৫ টাকা, পটল ৫৫ টাকা, বেগুন ৬০ টাকা, আলু ১৫ টাকা কেজি। অন্যান্য শাক-সবজি গড়ে ৫০ টাকার ঘরে ঘোরাফেরা করছে।
advertisement

advertisement
বাজারে সবজির দাম
বাজারের দাম নিয়ে অস্বস্তি প্রকাশ করে এক গৃহবধূ বলেন, “সপ্তাহের খরচের বাজেট একদম বদলে গেছে। আগের মতো বাজার নিয়ে চলা যাচ্ছে না।” এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির মুখ দেখাচ্ছে সরকারি ‘সুফল বাংলা’ স্টল। শহরের ইন্দিরা কলোনি, শিরিষতলা এবং বয়েলখানা বাজারে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি থেকে তুলনামূলক কম দামে সবজি মিলছে। সাধারণ মানুষ বলছেন,” এখানে সবজি অন্য বাজারের তুলনায় ৫-১০ টাকা কম দামে দেওয়া হয়। তাই সাধারণ মানুষ অনেকেই এখানে ভিড় করছেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুফল বাংলার সামনে সকালে মানুষের ভিড় চোখে পড়ার মতো। হাতে ব্যাগ, চোখে হিসেব…কোনটা কত কেজি নিলে সপ্তাহে টিকে থাকা যায় সেই ভাবনা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে সাধারণ ক্রেতা। এক প্রবীণ ক্রেতা বললেন, “সবজি তো নিত্যপ্রয়োজনীয়। দাম বাড়লে কাটছাঁট করতে হয় অন্য জায়গায়। সুফল বাংলায় কম দামে পাওয়ায় অন্তত কিছুটা স্বস্তি।” সব মিলিয়ে, বাজারের অগ্নিমূল্য অবস্থার মধ্যেও ভরসার নাম হিসেবে সামনে আসছে সরকারি উদ্যোগ ‘সুফল বাংলা’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
November 10, 2025 3:44 PM IST
