হোম /খবর /উত্তরবঙ্গ /
জামিন পাওয়ার পরে নতুন বিপত্তি! কোর্ট লকআপে পা হড়কে পড়লেন সুদীপ্ত সেন

Sudipta Sen: জামিন পাওয়ার পরে নতুন বিপত্তি! কোর্ট লকআপে পা হড়কে পড়লেন সুদীপ্ত সেন

সুদীপ্ত সেন (ফাইল ছবি)

সুদীপ্ত সেন (ফাইল ছবি)

Sudipta Sen: রাতে সুদীপ্ত সেনকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আলিপুর সেন্ট্রাল জেল থেকে আসা বিশেষ নিরাপত্তা কর্মীরা।

  • Share this:

জলপাইগুড়ি: কোর্ট হাজত থেকে বের হতে গিয়ে পা হড়কে পড়ে গিয়ে আহত হলেন সারদা চিটফান্ড মামলায় বিচারাধীন সুদীপ্ত সেন। বৃহস্পতিবার চিটফান্ড মামলায় সুদীপ্ত সেনকে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে আসা হয়। জলপাইগুড়ি জেলা আদালতে চারটি মামলা ছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। এদিন সন্ধ্যায় কোর্ট লকআপ থেকে বের হওয়ায় সময় পা হড়কে পড়ে যান সুদীপ্ত সেন। তাঁর হাটুতে সামান্য আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেও কোনও মন্তব্য করতে চাননি তিনি। রাতে সুদীপ্ত সেনকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আলিপুর সেন্ট্রাল জেল থেকে আসা বিশেষ নিরাপত্তা কর্মীরা।

জলপাইগুড়ি জেলা আদালতে মোট ৪টি মামলার মধ্যে তিনটি মামলায় বৃহস্পতিবার জামিন পান সারদা কর্তা সুদীপ্ত সেন। জলপাইগুড়ি জেলা আদালতে মোট ৪ টি মামলা চলছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। এর মধ্যে ৩টি ছিল ভক্তিনগড় থানার অধীনে, একটি ছিল জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীনে। বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে ৪ টি মামলাই উঠেছিল। এর মধ্যে ৩ টি মামলায় জামিন পান সুদীপ্ত সেন। বাকি ১টি মামলা আলিপুর সিবিআই আদালতে স্থানান্তরিত হল।

২০১৩ ও ২০১৪ সালের এই মামলাগুলি ছিল সুদীপ্ত সেনের বিরুদ্ধে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের মুখ্য বিচার বিভাগীয় আদালতে এই মামলার শুনানি হয়। এজন্য কলকাতা থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনকে আনা হয়েছিল জলপাইগুড়ি। তার বিরুদ্ধে ভক্তিনগর থানায় ছিল তিনটি মামলা এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ছিল একটি মামলা। এর মধ্যে ভক্তিনগর থানার মামলাটিতে যেহুতু সিবিআই চার্জসিট দিয়ে দিয়েছে, তাই বিচারক মামলাটি আলিপুর সিবিআই কোর্টে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন, চিটফান্ড মামলায় জলপাইগুড়ি আদালতে জামিন পেলেন সুদীপ্ত সেন

আরও পড়ুন, সিবিআই নয়, সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশই! জানালো হাইকোর্ট

বাকি তিনটি মামলায় বিচারক সুদীপ্ত সেনকে জামিন দিয়েছেন। এই মামলাগুলিতে সুদীপ্ত সেনের সঙ্গে অভিযুক্ত ছিলেন কুণাল ঘোষ, দেব‌যানী মুখ্যপাধ্যায়। এদের জামিন আগেই হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন সুদীপ্ত সেনের আইনজীবী।

শান্তনু কর

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Sudipta Sen