Calcutta High Court: সিবিআই নয়, সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত করবে রাজ্য পুলিশই! জানালো হাইকোর্ট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
জনস্বার্থ মামলা খারিজ করে জানালো কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
#কলকাতা: সারদা মামলায় সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত করতে পারবে রাজ্য পুলিশ। তদন্ত করতে পারবে কাঁথি থানা।
জনস্বার্থ মামলা খারিজ করে জানালো কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। সারদা মামলার তদন্ত যেহেতু সিবিআই করছে, তাই এই মামলার তদন্ত ভারও সিবিআই-কেই দেওয়া হোক৷ এমনই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস৷ যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট৷
advertisement
advertisement
জেলে থাকাকালীনই সারদা কর্তা সুদীপ্ত সেন চিঠি লিখে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন৷ এই অভিযোগ তুলে আদালতকে চিঠিও দেন তিনি৷ সেই চিঠির ভিত্তিতেই তদন্তে নামে রাজ্য পুলিশ৷ অভিযোগ দায়ের হয় কাঁথি থানায়৷
যেহেতু সিবিআই সারদার মূল মামলার তদন্ত করছে, তাই এই মামলার ভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই দেওয়ার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস৷ সেই মামলাই আজ খারিজ করে দিল হাইকোর্ট৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 1:38 PM IST