Student Agitation: কলেজ খুললেও শুরু হয়নি ক্লাস, চরম ক্ষোভ পড়ুয়াদের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Student Agitation: কলেজ খুললেও পঠন-পাঠন শুরু না হওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা শিলিগুড়ি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়
শিলিগুড়ি: লোকসভা ভোটের জন্য প্রায় আড়াই মাস ধরে শিলিগুড়ি কলেজকে অধিগ্রহণ করেছিল ইলেকশন কমিশন। কলেজে বানানো হয়েছিল ডিসি-আরসি। যে কারণে সম্পূর্ণভাবে বন্ধ ছিল পঠন-পাঠন। অবশেষে ১০ জুন কলেজ খোলে। কিন্তু কলেজ খুললেও পঠন-পাঠন বন্ধ। কলেজ পড়ুয়াদের মিলছে না সঠিক পরিষেবা। কার্যত বেহাল পরিস্থিতি শিলিগুড়ি কলেজ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে কলেজের পড়ুয়ারা।
কলেজ খুললেও পঠন-পাঠন শুরু না হওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা শিলিগুড়ি কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পাশাপাশি হাতে প্ল্যাকার্ড নিয়ে কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে। এরপর কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষের কাছে স্মারকলিপি জমা দেয়।
আরও পড়ুন: সরকারি স্কুলের ক্লাসরুমে এসি!
advertisement
দাবিদাওয়া প্রসঙ্গে বলতে গিয়ে শিলিগুড়ি কলেজের ছাত্র ওম চক্রবর্ত্তী জানান, গত দু’মাস ধরে কলেজ বন্ধ ছিল। এরপর কলেজ খুলেছে চারদিন হয়ে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ক্লাস শুরু হয়নি। কারণ ক্লাসের সমস্ত বেঞ্চ বাইরে। বয়েজ হোস্টেলের ছাত্ররা দু’মাস ধরে ভাড়া বাড়িতে রয়েছে। তারা এখনও কলেজে ঢুকতে পারেনি। তিনি আরও বলেন, কলেজের মধ্যে নোংরা আবর্জনা পড়ে আছে। কলেজের পঠন-পাঠন বন্ধ থাকায় ইউনিভার্সিটি থেকে নোটিশ এসেছিল ছাত্র-ছাত্রীদের অনলাইন ক্লাস করানোর জন্য। তবে শিক্ষক-শিক্ষিকাদের গাফিলতিতে সেই ক্লাস হয়নি। তিনি দাবি জানান, পুনরায় কলেজ মেরামতি করে দ্রুত ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালু করা হোক।
advertisement
অন্যদিকে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, ইলেকশন কমিশনের ৯ জুঞ পর্যন্ত একটা রিকুইজিশন ছিল। সেটা সম্পূর্ণ হওয়ার পরই ১০ তারিখ কলেজ শুরু হয়। নির্বাচনের সময় কলেজ থেকে যে সমস্ত বেঞ্চ বার করা হয়েছে তার মধ্যে কিছু জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত জিনিস সারিয়ে বেঞ্চগুলো আবার ক্লাসে ঢুকিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বারবার চিঠি লিখেছেন। কিন্তু তারা কোনওরকম সদুত্তর দেয়নি বলে অভিযোগ। এই কারণেই ক্লাস শুরু করা যাচ্ছে না বলে অধ্যক্ষের যুক্তি।
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 8:56 PM IST