AC Classroom: সরকারি স্কুলের ক্লাসরুমে এসি!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
AC Classroom: এই গরমে ক্লাসরুমে এসি লাগানোর পর বিদ্যালয়ে পড়ুয়াদের আসার সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে
নদিয়া: এই ভয়াবহ গরম থেকে বাঁচতে সরকারি স্কুলে বসানো হল এসি! তীব্র গরমে পুড়ছে গোটা রাজ্য। এরই মাঝে নির্বাচন পর্ব মিটে যাওয়ায় নতুন করে খোলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলি। স্কুল খুললেও তীব্র গরমের কারণে স্কুলমুখো হচ্ছেন না অনেক ছাত্র-ছাত্রী। আর তাই ছাত্র-ছাত্রীদের স্কুলমুখো করতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ক্লাসরুমে বসানো হল এসি।
বিদ্যালয়ের হলঘর অর্থাৎ বড় একটি ঘরে প্রত্যেকটি ক্লাসের ছাত্রদের নিয়ে চলছে পঠন পাঠন। আর সেখানেই বসানো হয়েছে এসি। এহেনও ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। এমনই ছবি ধরা পড়ল নদিয়ার হবিবপুর এলাকার এক প্রাথমিক স্কুলে। বিদ্যালয়ের নাম দোহারপাড়া প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে সেখানে মোট শিক্ষক-শিক্ষিকা রয়েছে পাঁচ জন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা ৫২।
advertisement
advertisement
জানা গিয়েছে, এই গরমে ক্লাসরুমে এসি লাগানোর পর বিদ্যালয়ে পড়ুয়াদের আসার সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, প্রত্যেকটি বিদ্যালয়েই উন্নয়নের অর্থ আসে। কিন্তু আমাদের বিদ্যালয়ের সেই অর্থ থেকে কিছু কিছু বাঁচিয়ে এবং নিজেদের উদ্যোগে আমরা এই এসির ব্যবস্থা করেছি। সমস্ত বিষয়টি পঞ্চায়েত এবং বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই করা হয়েছে। কিন্তু বিদ্যুতের বিলের খরচ বৃদ্ধির বিষয়ে জানতে চাওয়া হলে তাঁরা বলেন, ১২ মাস তো আর এসি চালাব না। ইদানিং এতটাই তীব্র গরম পড়েছে যে ছাত্র-ছাত্রীরা স্কুলমুখ হচ্ছে না। এসি চলবে এক মাস, তাই বাড়তি বিল নিজেরাই অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিজেদের অর্থ থেকেই মেটানো হবে। স্থানীয় পঞ্চায়েতও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 8:44 PM IST