Stray Animals Treatment: সাক্ষাৎ ভগবান! অবলাদের জন্য এই যুবকদের কাজ, দিন দিন মন জয় করে চলেছে সবার
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
দীর্ঘ প্রায় সাত বছরের বেশি সময় ধরে তিনি এভাবেই প্রতিদিন প্রচুর পথের পশুদের সেবা করে চলেছেন
কোচবিহার: মানব রূপে যে সমস্ত ভগবান আমাদের মধ্যে রয়েছেন তাঁরা হলেন ডাক্তার। প্রাণীদের ক্ষেত্রেও এই বিষয়টির অন্যথা হয় না। এমনই একজন হল কোচবিহারের এক যুবক রাজকুমার ঝাঁ। দীর্ঘ সময় ধরে সে প্রতিদিন পথের পশুদের সেবায় নিজেকে নিয়োজিত করে রেখেছে। দীর্ঘ প্রায় সাত বছর ধরে সে এভাবেই প্রতিদিন প্রচুর পথের পশুদের সেবা সুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তুলছে। আর মূলত সে কারণেই তিনি পথের পশুদের জন্য রীতিমত ভগবান হয়ে উঠেছেন। কোন জায়গায় বা কোন এলাকায় যদি কোন পথের পশু অসুস্থ হয়। খবর পৌঁছানোর মাত্রই মুহূর্তে তিনি বাইকে চেপে হাজির হন সেখানে। দ্রুত শুরু করেন সেই অবলা পশুর চিকিৎসা।
দীর্ঘ এই যাত্রাপথ তাঁর জন্য মোটেই সহজ ছিল না। তিনি একেবারে বিনা পয়সায় পথের পশুদের চিকিৎসা করছেন। তাই প্রথম থেকেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। এই বিষয়ে রাজ কুমার ঝাঁ জানিয়েছেন, “প্রায় সাত বছর আগে পথের পশুদের কথা মাথায় নিয়েই এই পথ চলা শুরু তাঁর। তারপর কেটে গিয়েছে অনেকটা সময়। সময় অতিক্রান্ত হয়েছে, দিন পাল্টেছে তবে পথের পশুদের জন্য তাঁর ভালবাসা বিন্দুমাত্র কমেনি। উল্টে ক্রমাগত আরও বেড়ে উঠেছে। তাঁর চিকিৎসার মাধ্যমে তিনি এখনও পর্যন্ত সুস্থ করে তুলেছেন বহু পথের পশুদের। তবে সেই সংখ্যা গুণে বলা প্রায় অসম্ভব।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, “আগামী দিনেও তিনি ঠিক এই ভাবেই তার এই কর্মকাণ্ড চালিয়ে যেতে চান। প্রতিদিন প্রচুর পরিমাণে পথের পশু বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে। তাঁদের বেশিরভাগকে সাধারণ মানুষ দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। তবে সমাজের সচেতন মানুষদের উচিত এই সমস্ত অবলা প্রাণীদের পাশে এসে দাঁড়ানো।” জেলার এক বাসিন্দা কাঞ্চন কান্তি ঘোষ জানান, “বর্তমান সময়ে বেশিরভাগ মানুষদের মধ্যেই মানবিকতার অভাব দেখা যায়। তবে সমাজের বুকে এইরকম রাজকুমার ঝাঁ-এর মতন যুবকের আরও অনেকটা প্রয়োজন রয়েছে। তবেই পথ পশুরা সুস্থ সবলভাবে বাঁচতে পারবে।”
advertisement
সমাজের বাকি মানুষের উচিত ঠিক একই রকম ভাবে এই সমস্ত অবলা প্রাণীদের পাশে এসে দাঁড়ানো। যাতে তাঁরাও একটা সুস্থ পরিবেশে বাঁচতে পারে। যদিও এখনও বহু মানুষ রাজকুমারের পাশে এসে দাঁড়িয়েছেন।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 17, 2025 3:26 PM IST





