SSC Scam: সুপ্রিম রায়ে চাকরি বাতিল সহকর্মীদের, কালো ব্যাজ পরে পেন ডাউন জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের

Last Updated:

এসএসসি মামলার রায়ে মাথায় হাত রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। বৃহস্পতিবার, সুপ্রিম রায়ে কান্নায় ভেঙে পড়েছেন বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা। আর তার আঁচ এসে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাতেও।

কালো ব্যাজ পরে পেন ডাউন এই স্কুলের শিক্ষিকাদের।
কালো ব্যাজ পরে পেন ডাউন এই স্কুলের শিক্ষিকাদের।
আলিপুরদুয়ার: এসএসসি মামলার রায়ে মাথায় হাত রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। বৃহস্পতিবার, সুপ্রিম রায়ে কান্নায় ভেঙে পড়েছেন বহু শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা। আর তার আঁচ এসে পড়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাতেও।
তেমনই দৃশ্য দেখা গেল, জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়তেও। ওই স্কুলের এক গ্রুপ ডি ও দুই সহ শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে।
ওই স্কুলে চাকরি বাতিল হয়েছে বিষয় ভিত্তিক দুই শিক্ষিকার। আর ওই বিষয়ে বিদ্যালয়ে কোন শিক্ষিকাই নেই। সেক্ষেত্রে, স্কুল কিভাবে চলবে তাই নিয়ে প্রবল দুশ্চিন্তায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ।
advertisement
বিদ্যালয় সূত্রে খবর, স্কুলে মোট শিক্ষকের সংখ্যা ৩২ এবং অশিক্ষক কর্মীর সংখ্যা ৭। তাঁদের মধ্যেই চাকরি বাতিল হয়েছে মোট তিন জনের। এই প্রতিবাদে স্কুলের অন্যান্য শিক্ষিকারা শুক্রবার পেন ডাউন করেছেন। এইদিন কালো ব্যাজ পড়ে কালো দিবস পালন করছেন তাঁরা। আপাতত, শুক্র ও শনিবার ছাত্রীদের স্টাডি লিভ দেওয়া হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
SSC Scam: সুপ্রিম রায়ে চাকরি বাতিল সহকর্মীদের, কালো ব্যাজ পরে পেন ডাউন জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement