বেঙ্গালুরু থেকে ফুসলিয়ে নেপাল সীমান্তে, একটুর জন্য রক্ষা অসমের তরুণীর

Last Updated:

ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে ফের নারী পাচারের চেষ্টা। গত ১ অগস্ট সাতজন তরুণীকে পাচার করা হচ্ছিল। এস‌এসবি-এর নিরাপত্তারক্ষীরা এই পাচারের ছক ভেস্তে দেয়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খড়িবাড়ি, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: ইন্দো-নেপাল সীমান্তে ফের নারী পাচারের ছক। উদ্ধার হল এক নাবালিকা! গ্রেফতার করা হয়েছে নেপালের এক পাচারকারীকে।
ইন্দো-নেপাল সীমান্ত দিয়ে ফের নারী পাচারের চেষ্টা। গত ১ অগস্ট সাতজন তরুণীকে পাচার করা হচ্ছিল। এস‌এসবি-এর নিরাপত্তারক্ষীরা এই পাচারের ছক ভেস্তে দেয়। এরপর রবিবার ফের এক নাবালিকাকে পাচার থেকে ঠেকাল এস‌এসবি। উদ্ধার হ‌ওয়া নাবালিকা অসমের বাসিন্দা। ওই নাবালিকাকে ফুসলিয়ে নেপালে পাচারের আগে আটকে দেওয়া হয়। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে গ্ৰেফতার করা হয় এক পাচারকারীকে।
advertisement
আরও পড়ুন: সামশেরগঞ্জ, লালগোলার পর রঘুনাথগঞ্জ! নদী ভাঙনের তালিকায় আরও এক নাম
ধৃতের নাম সন্দেশ রাই, নেপালের মেচিনগরের বাসিন্দা। এসএসবি সূত্রে খবর, অসমের ওই নাবালিকা তার দাদার সাথে বেঙ্গালুরুতে থাকত। সেখানেই ধৃতের সঙ্গে পরিচয় হয়। দাদার অনুপস্থিতির সুযোগ নিয়ে বেঙ্গালুরু থেকে ফুসলিয়ে ওই নাবালিকাকে নেপাল সীমান্তে নিয়ে আসা হয়। এরপর নেপালে ঢোকার চেষ্টা করছিল ধৃত।
advertisement
advertisement
আরও পড়ুন: জ্বলন্ত ধুনুচি মাথায় মহিলাদের সর্প দেবীর আরাধনা! একমাত্র এখানেই দেখতে পাবেন
সীমান্তে টহলরত এসএসবি জ‌ওয়ানদের নজরে পড়ে বিষয়টি। সন্দেহ হলে দু’জনের পরিচয়পত্র খতিয়ে দেখে। আর তখন‌ই গোটা ঘটনাটা সামনে আসে। আর তাতেই ভেস্তে যায় পাচারের ছক। এসএসবির অভিযোগের ভিত্তিতে নেপালের ওই যুবককে গ্ৰেফতার করে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বেঙ্গালুরু থেকে ফুসলিয়ে নেপাল সীমান্তে, একটুর জন্য রক্ষা অসমের তরুণীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement