Special Train: আর চিন্তা নেই! কাঞ্চনজঙ্ঘা থেকে উদয়পুর সিটি, ঘুরে আসুন সপরিবারে!

Last Updated:

Special Train: যাত্রীদের প্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দিতে, উত্তর পূর্ব সীমান্তরেলওয়ে তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেনিয়েছে। এর মধ্যে রয়েছে দুই জোড়া বিদ্যমান স্পেশ‍্যাল ট্রেনের চলাচলের সময়সীমা সম্প্রসারণ এবং এক জোড়া নতুন স্পেশ‍্যাল ট্রেন চালু করা।

* কাঞ্চনজঙ্ঘা থেকে উদয়পুর সিটি, ঘুরে আসুন নিশ্চিন্তে 
* কাঞ্চনজঙ্ঘা থেকে উদয়পুর সিটি, ঘুরে আসুন নিশ্চিন্তে 
যাত্রীদের প্রত্যাশিত অতিরিক্ত ভিড় সামাল দিতে, উত্তর পূর্ব সীমান্তরেলওয়ে তিন জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেনিয়েছে। এর মধ্যে রয়েছে দুই জোড়া বিদ্যমান স্পেশ‍্যাল ট্রেনের চলাচলের সময়সীমা সম্প্রসারণ এবং এক জোড়া নতুন স্পেশ‍্যাল ট্রেন চালু করা।
ট্রেনের চলাচলের সময়সীমা সম্প্রসারণ:
আরও পড়ুনঃ জাস্ট দিনে দুটো! হাই কোলেস্টেরল হুড়মুড়িয়ে কমাবে ‘এই’ ফল! একমাসেই ম্যাজিক! চিকিৎসকরা দিচ্ছেন গ্যারান্টি
ট্রেন নং. ০৯৬২৩/০৯৬২৪ (উদয়পুর সিটী – ফরবেসগঞ্জ -উদয়পুরসিটী) গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন এখন তার পূর্ববর্তী সময়সীমার পরেওচলাচল করবে। এই জোড়া ট্রেনের সময়সীমা যথাক্রমে ৩ এবং ৫ জুন থেকে২৪ এবং ২৬ জুন, ২০২৫ পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। ট্রেন নং. ০৯৬২৩ প্রতিমঙ্গলবার উদয়পুর সিটী থেকে রওনা দিয়ে ফরবেসগঞ্জ পৌঁছাবে, আর ট্রেননং. ০৯৬২৪ প্রতি বৃহস্পতিবার ফরবেসগঞ্জ থেকে রওনা দিয়ে উদয়পুর সিটীপৌঁছাবে। এই পরিষেবাগুলি অতিরিক্ত চারটি ট্রিপের জন্য চলবে এবং তাদেরসময়সূচী ও স্টপেজ পূর্বে ঘোষিত হিসাবে একই থাকবে।
advertisement
advertisement
একইভাবে, ট্রেন নং. ০৯১৮৯/০৯১৯০ (মুম্বাই সেন্ট্রাল – কাটিহার – মুম্বাই সেন্ট্রাল)-এর সময়সীমাওসম্প্রসারণ করা হয়েছে। এই জোড়া ট্রেনের পরিষেবা এখন ৭ ও ১০ জুন থেকে২৭ ও ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত থাকবে। ট্রেন নং. ০৯১৮৯ প্রতি শনিবারমুম্বাই সেন্ট্রাল থেকে রওনা দিয়ে কাটিহারে পৌঁছাবে, আর ট্রেন নং. ০৯১৯০প্রতি মঙ্গলবার কাটিহার থেকে রওনা দিয়ে মুম্বাই সেন্ট্রাল ফিরে আসবে।সময়সূচীতে কোনও পরিবর্তন ছাড়াই প্রত্যেক দিক থেকে মোট ১৭টি করে ট্রিপচালানো হবে।
advertisement
নতুন সামার স্পেশ‍্যাল ট্রেন:
উপরোক্তর ছাড়াও, হাওড়া এবং নিউ জলপাইগুড়ির মধ্যে আরও একজোড়া নতুন সামার স্পেশাল ট্রন চালু করা হয়েছে। ট্রেন নং. ০৩০২৭ প্রত্যেক বুধবারে ৪ জুন থেকে ২৫ জুন, ২০২৫ পর্যন্ত হাওড়া থেকে ২৩:৫৫ ঘন্টায় রওনা দেবে এবং পরের দিন ১০:৪৫ ঘন্টায় নিউ জলপাইগুড়িতে পৌঁছাবে।ফেরৎ যাত্রার সময়, ট্রেন নং. ০৩০২৮ প্রত্যেক বৃহস্পতিবারে ৫ জুন থেকে২৬ জুন, ২০২৫ পর্যন্ত নিউ জলপাইগুড়ি থেকে ১২:৪৫ ঘন্টায় রওনা দেবে এবংপরের দিন ০০:১০ ঘন্টায় হাওড়া পৌঁছাবে। এই জোড়া ট্রেন প্রত্যেক দিক থেকে০৪টি করে ট্রিপের জন্য চলাচল করবে।
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনগুলির রুট, স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণআইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সোস্যাল মিডিয়াপ্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলিদেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Special Train: আর চিন্তা নেই! কাঞ্চনজঙ্ঘা থেকে উদয়পুর সিটি, ঘুরে আসুন সপরিবারে!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement