Malda News: বিশেষ সুযোগ জেলাবাসীদের জন্য! এই জায়গায় গেলেই বিনামূল্যে মিলবে একাধিক গাছের চারা
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
জেলা জুড়ে প্রায় লক্ষাধিক চারা গাছ বিতরণ করা হবে বিনামূল্যে। কোথায় আবেদন করলে এবং কোথায় গেলে এই চারা গুলো পাবেন তা জানাল জেলা বন দফতর। আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ উপলক্ষে এই বিশেষ সুযোগ থাকছে জেলাবাসীর জন্য।
জিএম মোমিন, মালদহ: বাড়ির সামনে ফাঁকা জায়গা রয়েছে। তাহলে বিশেষ সুযোগ রয়েছে আপনার জন্য। এই সপ্তাহের জন্য থাকছে বিনামূল্যে এই বিশেষ পরিষেবা। জেলা জুড়ে প্রায় লক্ষাধিক চারা গাছ বিতরণ করা হবে বিনামূল্যে। কোথায় আবেদন করলে এবং কোথায় গেলে এই চারা গুলো পাবেন তা জানাল জেলা বন দফতর। আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ উপলক্ষে এই বিশেষ সুযোগ থাকছে জেলাবাসীর জন্য। মালদহ জেলা বন দফতরের উদ্যোগে বিনামূল্যে চারা বিতরণ করা হবে মালদহ শহরে অবস্থিত বন বিভাগের রেঞ্জ দফতরে। স্কুল হক অথবা যেকোন রকম সরকারি, বেসরকারি সংস্থা। এই অফিসে গেলে সাদা কাগজে লিখিত আবেদন দিলেই পেয়ে যাবেন অতিরিক্ত ১০০ টি গাছের চারা। তবে ব্যক্তি বিশেষদের জন্য সেখানে গেলে পাওয়া যাবে অতিরিক্ত ৫’টি চারা।
মালদহ জেলা বন দফতর আধিকারিক জিজু জায়েসপার জানান, “অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলাজুড়ে প্রায় এক লক্ষ গাছের চারা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৪ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত মালদহ বন বিভাগের রেঞ্জ অফিসে জেলার যে কোনো ব্যক্তিরা বিনামূল্যে এই চারা নিতে পারবেন। চারা নেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্রক্রিয়া নয়। সহজেই যে কোনো ব্যক্তিরা রেজিস্টার খাতায় সই করে অতিরিক্ত পাঁচটি চারা নিয়ে যেতে পারবেন। পাশাপাশি কোন স্কুল, কলেজ, সরকারি বিভাগের দফতর অথবা বেসরকারি, সরকারি সংস্থাকে অতিরিক্ত ১০০ টি চারা দেওয়া হবে। তবে এই ক্ষেত্রে অফিসে এসে আগে থেকেই যে কোনো রকম সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে উপভোক্তাদের।”
advertisement
advertisement
প্রতিবছরই অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলা স্তরে চারা বিতরণ করা হয়ে থাকে বন বিভাগের উদ্যোগ। সেই মত এবছর মালদহ জেলার ইংরেজবাজার শহরে অরণ্য সপ্তাহ উপলক্ষে জেলা স্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে শুধুই অরণ্য সপ্তাহ নয় সারা বছরই চারা রোপন করা উচিত। কারণ পৃথিবীতে পরিবেশকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গাছ। যা মানুষের জীবনেরও একটি অংশ হিসেবে জানা হয়। তাই সাধারণত সর্বক্ষেত্রে বলা হয়ে থাকে একটি গাছ একটি প্রাণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 11, 2025 3:14 PM IST