Viral: মাত্র ২০ টাকা দিলেই মিলছে...! দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ, কীসের টানে? জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Viral: এতদিন পর্যন্ত জেলায় রাস্তায় এই ধরনের অফারে পুরি-তরকারি বিক্রি হত না। এবার মাত্র ২০ টাকায় তিনটে পরোটা, আনলিমিটেড সবজি এবং লঙ্কার আচার পাওয়া যাচ্ছে। যা অনেকটাই ভাইরাল হয়ে উঠেছে।
কোচবিহার: বেশ কিছুটা সময় ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের খাবার ভাইরাল হয়ে উঠেছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দক্ষিণবঙ্গের কলকাতার পকেট পরোটার নাম দেখা যায়। তবে এবার দক্ষিণে নয় উত্তরবঙ্গের প্রান্তিক জেলায় ভাইরাল ২০ টাকার পুরি ও তরকারি। সকলেই ভাবছেন তো বাড়িতে কমবেশি এই খাবার প্রায়শই খাওয়া হয়। তবে এতে আবার আলাদা রয়েছে? আসলে এতদিন পর্যন্ত জেলায় রাস্তায় এই পুরি-তরকারি বিক্রি হত না। মাত্র ২০ টাকায় তিনটে পরোটা, আনলিমিটেড সবজি এবং লঙ্কার আচার পাওয়া যাচ্ছে।
দোকানের কর্নধার প্রসেনজিৎ ঘোষ জানান, ‘তাঁর শ্বশুরবাড়ি কলকাতায়, এছাড়াও বিভিন্ন কাজে কলকাতায় তাঁকে যেতে হয়। সেখানে এই ধরনের খাবার বেশ ভাইরাল। এই বিষয়টি মাথায় রেখে তিনিও সাত-আট মাস আগে এই দোকান শুরু করেন। প্রথম দিন কিছুটা ব্যবসা খারাপ হলেও, দ্বিতীয় দিন থেকে আর ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তাঁর দোকানের বিক্রি দেখলে অবাক হবেন সকলে। সকাল হতেই বহু মানুষ আসেন তাঁর দোকানে পুরি-তরকারি খেতে। যদিও তিনি বিষয়টি অনেকটাই উপভোগ করেন। তবে শুধুই জেলা নয়, জেলার বাইরের মানুষেরাও তাঁর দোকানে আসেন।’
advertisement
advertisement
তিনি আরও জানান, ‘বর্তমানে জেলার মধ্যে তিনি এই সুযোগ দিচ্ছেন সকলকে। সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চলে এই দোকান। এর মধ্যেই রীতিমতো ভিড় জমে যায় বহু ক্রেতাদের।’ দোকানের গ্রাহক প্রবীর বল জানান, ‘জেলার মধ্যে এই দোকানের পুরি তরকারি বেশ অনেকটাই সুস্বাদু। এছাড়া মাত্র ২০ টাকায় তিনটে পুরি, আনলিমিটেড তরকারি আগে কোনও দোকানে পাওয়া যেত না। ফলে এই দোকানের প্রতি আকর্ষণ বাড়ছে বহু মানুষের। তবে সকালে এই দোকানে প্রচুর ভিড় থাকে। কেউ দাঁড়িয়ে খেয়ে থাকেন, আবার কেউ বাড়িতে নিয়ে যান।’
advertisement
প্রায় সাত থেকে আট মাস আগে শুরু হওয়া এই দোকান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দিনের পর দিন আরও চাহিদা বাড়ছে এই দোকানের। আগামী দিনে কোচবিহারের নাম চারদিকে ছড়িয়ে দেওয়াই মূল উদ্দ্যেশ্য দোকানের কর্নধারের। তাইতো তিনি এই দোকানের এই বিশেষ অফার আরও বহুদিন পর্যন্ত চালিয়ে যাবেন এমনটাই জানিয়েছে তিনি। অনেক ক্রেতারাই দোকান খোলার আগেই এসে ভিড় করে থাকেন দোকানের সামনে।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 4:57 PM IST