South Indian Mango: মালদহের বাজারে দাপাচ্ছে দক্ষিণ ভারতের আম! বিক্রি হচ্ছে দেদার

Last Updated:

এখন প্রচন্ড গরম তার উপর রমজান মাস চলছে। ফলে এই সময় যেকোনও ধরনের ফলের চাহিদা বেশি। সেই সুযোগেই মালদহের বাজারে বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের পাকা আম

+
দক্ষিণ

দক্ষিণ ভারতের পাকা আম

মালদহ: আমের জন্য বিখ্যাত মালদহ। এই জেলার আমের জন্য অপেক্ষায় থাকে গোটা দেশ। সেই মালদহের বাজার‌ই কিনা দক্ষিণ ভারতের আমের দখলে! অবাক লাগলেও এটাই বাস্তব।
এখন প্রচন্ড গরম তার উপর রমজান মাস চলছে। ফলে এই সময় যেকোনও ধরনের ফলের চাহিদা বেশি। সেই সুযোগেই মালদহের বাজারে বাজারে ব্যাপক বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের পাকা আম। জেলার আমের মত স্বাদ না হলেও দক্ষিণ ভারতের এই আমের স্বাদ‌ও বেশ মিষ্টি। শহরের বাজার থেকে গ্রামগঞ্জের বাজারে দেদার বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের এই আম। এর কারণ হল, মালদহের পাকা আম বাজারে আসার সময় এখনও হয়নি। তা বাগানে এখন গুটি অবস্থায় রয়েছে। মালদহের আম পেকে বাজারে আসতে এখনও অনেক দেরি।
advertisement
advertisement
সেই সুযোগেই রমজান মাসের সময় জেলার বাজার দেদার বিক্রি হচ্ছে ভিন রাজ্যের বিভিন্ন আম। আপাতত আগামী দু’মাস বাজারে থাকবে দক্ষিণ ভারতের আম। আমের স্বাদ মেটাতে জেলাবাসী আম কিনছেন। তবে দাম বেশি ও স্বাদও তেমন না হওয়ায় এই আম খেয়ে মন ভরছে না।
advertisement
বর্তমানে খোলা বাজারে ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দক্ষিণ ভারতের আম। মে মাসের শেষে থেকে জুন মাসের প্রথম সপ্তাহের দিকে মালদহের আম বাজারে বিক্রি শুরু হবে। অপরদিকে দক্ষিণ ভারতে ডিসেম্বর মাস থেকেই আম গাছে মুকুল ফুটতে শুরু করে। তাই দক্ষিণ ভারতের আম বাজারে আগেই চলে আসে। মালদহ ফল বাজার সমিতির সভাপতি গৌতম কুমার সাহা বলেন, একে প্রচন্ড গরম তার উপর রমজান মাস চলছে। তাই দক্ষিণ ভারতের আমের চাহিদা রয়েছে। তবে জেলার আম বাজারে চলে এলে আর কেউ এই দক্ষিণ ভারতের আম কিনবে না।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Indian Mango: মালদহের বাজারে দাপাচ্ছে দক্ষিণ ভারতের আম! বিক্রি হচ্ছে দেদার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement