South Dinajpur News: দেড়শো বছরের প্রাচীন টেরাকোটার কালীমন্দিরে বছরভর ভক্ত সমাগম

Last Updated:

South Dinajpur News: পুজোর পাঁচ দিন আগে থেকে স্থানীয় মানুষজন শকুনি কালীমায়ের উদ্দেশে উপবাস করে এবং স্থানীয় গম্ভীরা গানের অনুষ্ঠান হয়।

+
শকুনি

শকুনি কালীমাতা

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : তপন ব্লকের লস্করহাট এর কাছাকাছি দক্ষিণ পূর্ব প্রান্তের অর্জুনপুর গ্রামে দেড়শো বছরের পুরনো প্রাচীন একটি টেরাকোটের মন্দির রয়েছে। এটি শকুনি কালী মন্দির নামে পরিচিত। দিনাজপুরবাসীর কাছে আজও অজানা এই মায়ের ইতিহাস। মন্দিরের গায়ে টেরাকোটা গুলো অধিকাংশ নষ্ট হয়ে গেলেও যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে একথা বলাই বাহুল্য। চৈত্র সংক্রান্তির আগের দিন এই পুজো অনুষ্ঠিত হয়।
তবে পুজোর পাঁচ দিন আগে থেকে স্থানীয় মানুষজন শকুনি কালীমায়ের উদ্দেশে উপবাস করে এবং স্থানীয় গম্ভীরা গানের অনুষ্ঠান হয়। বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায়, মায়ের এই মন্দির সারা বছর জঙ্গলাকৃত অবস্থায় থাকলেও পুজোর আগে সমস্ত এলাকা পরিষ্কার করে মায়ের পুজো জাঁকজমক সহকারে করা হয়ে থাকে। এই শকুনি কালীকে নিয়ে ঘিরে রয়েছে অনেক অনেক মহিমা।
advertisement
আরও পড়ুন : ভাঙবে না, দামেও সস্তা! খাবার টেবিল সাজান বাহারি বাঁশের বাসনপত্রে
এই শকুনি মায়ের পুজো চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন ২৯ তারিখ হয়। পুজো উপলক্ষে বসে বিরাট মেলা। মায়ের পুজো দিতে পরে লম্বা লাইন। তবে, এই মায়ের আরেক মহিমা যে এই মায়ের পুজোর সামগ্রী কোন কিছুই তেমনভাবে কিনতে হয় না। অপার কৃপা পেতে মায়ের কাছে আসা ভক্তরা যা দান করে থাকেন তা দিয়েই কোনও না কোনও দিক থেকে মায়ের পুজো হয়ে চলে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: দেড়শো বছরের প্রাচীন টেরাকোটার কালীমন্দিরে বছরভর ভক্ত সমাগম
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement