South Dinajpur News: প্রতীক্ষার অবসান! সকলের মুখে হাসি, অবশেষে মিলল ট্রেন পরিষেবা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করা হয়
দক্ষিণ দিনাজপুর: প্রতীক্ষার অবসান। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বালুরঘাট স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেনের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ ড: সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করা হয়। পাশাপাশি উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী, তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনরা।
advertisement
ইলেক্ট্রিফিকেশনের মাধ্যমে বালুরঘাট-শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের প্রথম পথ চলা শুরু হল। দীর্ঘদিন ধরেই বালুরঘাট-একলাখী রেলপথে ইলেকট্রিফিকেশন এর কাজ চলছিল। অবশেষে বালুরঘাট স্টেশন থেকে চালু হল ট্রেন। এর ফলে গন্তব্যস্থলে যেতে সময় অনেকটাই কম লাগবে। পাশাপাশি ইঞ্জিন চেঞ্জ করতেও অনেকটা সময় লাগবার ফলে গন্তব্যে যেতে সময়ও বেশি লাগতো।
advertisement
এই ট্রেন চালু হতেই জেলা জুড়ে খুশির বহাওয়া তৈরি হয়েছে। এর পাশাপাশি, এদিন রামপুরে রেলের রেক পয়েন্ট ও গঙ্গারামপুরে শেডের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনরা। এর পাশাপাশি বালুরঘাট-গুয়াহাটি ট্রেনের জন্য ডিআরএমের কাছে জানানো হয় সাংসদ সুকান্ত মজুমদারের তরফে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 11:21 PM IST