দক্ষিণ দিনাজপুর: কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্স বিতর্কের পর এবার নড়েচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে যে সমস্ত বেসরকারি অ্যাম্বুল্যান্স রোগী নিয়ে যাতায়াত করে, তাদের ক্ষেত্রে এবার নির্দিষ্ট রেট চার্ট করবার উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল কিংবা দক্ষিণ দিনাজপুর জেলা সদর হাসপাতাল কোনও জায়গাতেই অ্যাম্বুল্যান্স এর জন্য নির্দিষ্ট সরকারি ভাড়ার তালিকা নেই। যে তালিকা রয়েছে ভাড়া নেওয়ার, তা অ্যাম্বুল্যান্স চালকদের নিজস্ব তৈরি করা ভাড়ার তালিকা। অ্যাম্বুল্যান্স চালকদের পক্ষ থেকে জানা যায়, ২০২০ সালে করোনা চলাকালীন যে ভাড়া নেওয়ার তালিকা তৈরি করা হয়েছিল, সেটাই এখনও পর্যন্ত চলছে।
সেই তালিকায় দেখা যাচ্ছে নন এসি অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে বালুরঘাট সদর হাসপাতাল থেকে মালদহ মেডিক্যাল কলেজ কিংবা রায়গঞ্জ যেতে হলে চার হাজার টাকা, বালুরঘাট সদর হাসপাতাল থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে যেতে হলে সাড়ে আট হাজার টাকা ও বালুরঘাট সদর হাসপাতাল থেকে কলকাতা যেতে হলে ১২ হাজার টাকা দিতে হয় রোগীর পরিজনদের।
এর পাশাপাশি, অক্সিজেন ও এসি গাড়ি নিলে বাড়তি টাকা দিতে হয় বলে জানা যায়। এই দুটি হাসপাতাল বাদে জেলার অন্যান্য গ্রামীণ হাসপাতাল গুলিতে বেসরকারি কোনও অ্যাম্বুল্যান্স পরিষেবা নেই বললেই চলে। যা অ্যাম্বুল্যান্স পরিষেবা রয়েছে তা সরকারি। তবে সরকারি অ্যাম্বুল্যান্স চালকদের বিরুদ্ধে মাঝে মাঝেই রোগীর আত্মীয়দের হয়রানির করার অভিযোগ ওঠে।
তবে অ্যাম্বুল্যান্স চালকদের সংগঠন এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। বালুরঘাট সদর হাসপাতালের বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকদের পক্ষ থেকে জানা যায়, প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০টি অ্যাম্বুল্যান্স বিভিন্ন জায়গায় রোগী নিয়ে যাতায়াত করে থাকে।
হাসপাতালে আসার রোগীর আত্মীয় থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স চালক সকলেই চাইছেন প্রশাসনের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট তালিকা তৈরি করা হয়, তাহলে সমস্ত বিতর্কের অবসান হবে।
আরও পড়ুন, প্যাচপেচে এই গরম আর ক’দিন? অবশেষে সুখবর শোনাল হাওয়া অফিস, জারি অরেঞ্জ অ্যালার্ট
আরও পড়ুন, অবশেষে অপেক্ষার অবসান! ফের ভারতে ফিরছে BGMI, থাকবে একাধিক পরিবর্তন, জানুন
দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, এই বিষয়টি নিয়ে আগামী সোমবার অ্যাম্বুলেন্সের চালক কিংবা মালিক সহ সংগঠন গুলিকে নিয়ে বসে আলোচনা করে এই রেট চার্ট তৈরি হবে। যা আগামী দিনে বিভিন্ন হাসপাতালে ডিসপ্লে করা হবে।
সুস্মিতা গোস্বামী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ambulance