South Dinajpur News: কালিয়াগঞ্জের ঘটনা থেকে শিক্ষা, অ্যাম্বুল্যান্সের জন্য তৈরি হচ্ছে রেট চার্ট

Last Updated:

South Dinajpur News: দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্সের বিতর্কের পর  নড়েচড়ে বসল

+
অ্যাম্বুলেন্সের

অ্যাম্বুলেন্সের রেট চার্ট 

দক্ষিণ দিনাজপুর: কালিয়াগঞ্জে অ্যাম্বুল্যান্স বিতর্কের পর এবার নড়েচড়ে বসল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে যে সমস্ত বেসরকারি অ্যাম্বুল্যান্স রোগী নিয়ে যাতায়াত করে, তাদের ক্ষেত্রে এবার নির্দিষ্ট রেট চার্ট করবার উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।
জেলার গঙ্গারামপুর মহকুমা হাসপাতাল কিংবা দক্ষিণ দিনাজপুর জেলা সদর হাসপাতাল কোনও জায়গাতেই অ্যাম্বুল্যান্স এর জন্য নির্দিষ্ট সরকারি ভাড়ার তালিকা নেই। যে তালিকা রয়েছে ভাড়া নেওয়ার, তা অ্যাম্বুল্যান্স চালকদের নিজস্ব তৈরি করা ভাড়ার তালিকা। অ্যাম্বুল্যান্স চালকদের পক্ষ থেকে জানা যায়, ২০২০ সালে করোনা চলাকালীন যে ভাড়া নেওয়ার তালিকা তৈরি করা হয়েছিল, সেটাই এখনও পর্যন্ত চলছে।
advertisement
advertisement
সেই তালিকায় দেখা যাচ্ছে নন এসি অ্যাম্বুল্যান্সের ক্ষেত্রে বালুরঘাট সদর হাসপাতাল থেকে মালদহ মেডিক্যাল কলেজ কিংবা রায়গঞ্জ যেতে হলে চার হাজার টাকা, বালুরঘাট সদর হাসপাতাল থেকে শিলিগুড়ি মেডিক্যাল কলেজে যেতে হলে সাড়ে আট হাজার টাকা ও বালুরঘাট সদর হাসপাতাল থেকে কলকাতা যেতে হলে ১২ হাজার টাকা দিতে হয় রোগীর পরিজনদের।
advertisement
এর পাশাপাশি, অক্সিজেন ও এসি গাড়ি নিলে বাড়তি টাকা দিতে হয় বলে জানা যায়। এই দুটি হাসপাতাল বাদে জেলার অন্যান্য গ্রামীণ হাসপাতাল গুলিতে বেসরকারি কোনও অ্যাম্বুল্যান্স পরিষেবা নেই বললেই চলে। যা অ্যাম্বুল্যান্স পরিষেবা রয়েছে তা সরকারি। তবে সরকারি অ্যাম্বুল্যান্স চালকদের বিরুদ্ধে মাঝে মাঝেই রোগীর আত্মীয়দের হয়রানির করার অভিযোগ ওঠে।
তবে অ্যাম্বুল্যান্স চালকদের সংগঠন এই ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে। বালুরঘাট সদর হাসপাতালের বেসরকারি অ্যাম্বুল্যান্স চালকদের পক্ষ থেকে জানা যায়, প্রতিদিন প্রায় ১৮ থেকে ২০টি অ্যাম্বুল্যান্স বিভিন্ন জায়গায় রোগী নিয়ে যাতায়াত করে থাকে।
advertisement
হাসপাতালে আসার রোগীর আত্মীয় থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স চালক সকলেই চাইছেন প্রশাসনের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট তালিকা তৈরি করা হয়, তাহলে সমস্ত বিতর্কের অবসান হবে।
advertisement
দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণ জানান, এই বিষয়টি নিয়ে আগামী সোমবার অ্যাম্বুলেন্সের চালক কিংবা মালিক সহ সংগঠন গুলিকে নিয়ে বসে আলোচনা করে এই রেট চার্ট তৈরি হবে। যা আগামী দিনে বিভিন্ন হাসপাতালে ডিসপ্লে করা হবে।
সুস্মিতা গোস্বামী
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: কালিয়াগঞ্জের ঘটনা থেকে শিক্ষা, অ্যাম্বুল্যান্সের জন্য তৈরি হচ্ছে রেট চার্ট
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement