#শিলিগুড়ি: শহরে ফের বেআইনি টোটোর দাপট কমাতে পথে নামলো ট্র্যাফিক পুলিশ। বার বার নির্দেশিকা জারির পরও টনক নড়েনি টোটো চালকদের। শহরের প্রধান রাস্তাগুলোয় চলবে না কোনো নম্বরপ্লেট বিহীন টোটো। বড় বড় করে হোর্ডিং পড়লেও টোটোর দাপট কমেনি। সরকারী নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে আপন মনে চলতো টোটো। যার জেরে যানজটে জেরবার হয়ে যায় শহর। পথচলতি মানুষের পথে চলা কার্যত কঠিন হয়ে দাঁড়ায়। কমতে থাকে শহরের গতি। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে সময় লেগে যায়। শহরের যানজট নিয়ন্ত্রণে অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ।
শিলিগুড়িতে দিন দিন বেড়েই চলছে টোটোর সংখ্যা। লাগাম টানতে এর আগে TIN নম্বর দেওয়া হয়। শহরের দূষণ কমাতেও পুরনো টোটো বাজেয়াপ্ত করে গুঁড়িয়ে ফেলা হয়। তারপর টোটোর রেজিস্ট্রেশনের হিড়িক পড়ে যায়। বছর কয়েক আগেই টোটোর দৌরাত্ম্য কমাতে উদ্যোগী হয় মহকুমা প্রশাসন। দেওয়া হয় TIN নম্বর। সেইসময়ই নির্দেশিকা জারি করা হয় শহরের প্রধান রাস্তাগুলোতে নম্বরপ্লেটহীন টোটো চলবে না। মাঝে মধ্যে ট্র্যাফিক পুলিশ অভিযানে নামে। চলে ধরপাকড়। তারপর সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই থাকে।
আবার অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ। দিন কয়েক আগে শহরের সিটি অটো চালকদের সংগঠনও টোটোর দৌরাত্ম্য নিয়ে অভিযোগ জানিয়েছিল। শহরের গতি বাড়াতে অভিযানে নামে ট্র্যাফিক পুলিশ। লাগাতার অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Partha Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Siliguri