Siliguri News: পর্যটকদের জন্য সুখবর! সাফারির জন্য বেঙ্গল সাফারিতে বাড়ল বাসের সংখ্যা
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Siliguri News: জানা গিয়েছে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের জন্য বন দফতর ১০টি বাস ভাড়ায় নিচ্ছে।
শিলিগুড়ি: পুজোর মরশুমে বেঙ্গল সাফারি পার্কে আসা পর্যটকদের ভিড় সামাল দিতে জঙ্গল সাফারির জন্য আরও বাড়তি দশটি বাস আনতে চলেছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। বর্তমানে বেঙ্গল সাফারি পার্কের কাছে জঙ্গল সাফারি জন্য নিজস্ব দশটি বাস রয়েছে। কিন্তু এই বাসগুলি মাঝেমধ্যে বিকল হয়ে পড়ার কারণে পার্কে ঘুরতে আসা পর্যটকদের হয়রানি শিকার হতে হয়। তাছাড়াও সামনে যেহেতু ভরা পর্যটন মরশুম ফলে এই সময় দেশি -বিদেশি পর্যটকদের ভিড় বাড়বে। তাই পর্যটকদের কথা মাথায় রেখেই আগেভাগে ব্যবস্থা নিতে শুরু করেছে পার্ক কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের জন্য বন দফতর ১০টি বাস ভাড়ায় নিচ্ছে। এবিষয়ে ইতিমধ্যে টেন্ডার করা হয়েছে বলে বনমন্ত্রী জানান। তবে সাফারি পার্কের পর্যটকদের সুবিধার্থে ২০টি বাস কেনা হবে বলে মন্ত্রী জানান। হয় ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, নয়তো জু অথরিটি বাস কিনবে বলে বনমন্ত্রী জানিয়েছেন। এক্ষেত্রে ফরেস্ট ডিরেক্টরেট জু অথরিটিকে আর্থিক সহযোগিতা করতে পারে বলে তিনি জানিয়েছেন। তবে যদি দেখা যায় বাস কিনতে অনেক বেশি খরচ হচ্ছে তবে ভাড়া নিয়েই কাজ চালানো হবে বলে জ্যোতিপ্রিয় জানান।
advertisement
advertisement
অন্যদিকে, মহানন্দা অভয়ারণ্য এলাকায় ইকো-সেনসিটিভ জোন ঘোষণা করা নিয়ে বন দফতর চিন্তায়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, মহানন্দা অভয়ারণ্য এলাকায় ইকো- সেনসিটিভ জোন ঘোষণা করতে হলে শিলিগুড়ি শহরের বিস্তৃত এলাকা ওই জোনের আওতায় আসবে। এতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে। তাই মহানন্দা অভয়ারণ্যের ক্ষেত্রে ১০ কিলোমিটার এলাকার বদলে ১ কিলোমিটার এলাকাকে যাতে ইকো- সেনসিটিভ জোনের আওতায় আনা হয় সেই বিষয়ে বন দফতর দিল্লিতে দরবার করেছে।
advertisement
বনমন্ত্রী বলেন, ‘ইকো-সেনসিটিভ জোনের জন্য চিন্তায় রয়েছি। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এর বাইরে সাফারি পার্কের উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে। সাফারি পার্কে হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। রাজ্যের সমস্ত চিড়িয়াখানাতেই হাসপাতাল হবে। বন দফতর এই প্রথম ছয়জন বাস্তুকার নিয়োগ করছে। এই বাস্তুকাররা পুরোপুরিভাবে বন দফতরের হয়েই কাজ করবেন।’
advertisement
—— অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 18, 2023 4:54 PM IST







