Siliguri News: প্রবল বর্ষণে জলমগ্ন শিলিগুড়ি, সেবক রোডের সেলুনে হাঁটু সমান জল! নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও 

Last Updated:

Siliguri News: টানা কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ল শিলিগুড়ি শহর। ইস্টার্ন বাইপাস সংলগ্ন ফকদইবাড়ি, ৫ নম্বর ওয়ার্ড, নেতাজি বাজার, ঢাকেশ্বরী কালী মন্দির সংলগ্ন এলাকা, বাবুপাড়া, হাকিমপাড়া-সহ একাধিক জায়গা ডুবল হাঁটু সমান জলে।

+
প্রবল

প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি অচল, সেলুনের দৃশ্য ভাইরাল!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: টানা কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ল শিলিগুড়ি শহর। ইস্টার্ন বাইপাস সংলগ্ন ফকদইবাড়ি, ৫ নম্বর ওয়ার্ড, নেতাজি বাজার, ঢাকেশ্বরী কালী মন্দির সংলগ্ন এলাকা, বাবুপাড়া, হাকিমপাড়া-সহ একাধিক জায়গা ডুবল হাঁটু সমান জলে।
সবচেয়ে আলোচনায় সেবক রোডের এক সেলুনের ঘটনা। মঙ্গলবার রাতের ভারী বৃষ্টিতে রাস্তায় জমা জল মুহূর্তে ঢুকে পড়ে দোকানের ভিতরে। কয়েক মিনিটের মধ্যেই সেলুনের মেঝে থইথই জলে ভরে যায়। খাট, চেয়ার, ইলেকট্রনিক যন্ত্রপাতি পর্যন্ত ডুবে যায় জলে। সেলুন মালিক বলেন, “জল ঢোকার গতি এতটাই বেশি ছিল যে কিছুই সরানোর সুযোগ পাইনি।”
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, জলনিকাশির অব্যবস্থাপনার কারণে প্রতি বর্ষাতেই এই পরিস্থিতি তৈরি হয়। একই অবস্থা বিধান মার্কেটে, দোকান ও রাস্তায় ঢুকে পড়েছে জল, ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। শহরের বিভিন্ন এলাকা থেকে জলমগ্ন রাস্তা ও ঘরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ফকদইবাড়ি ও বাবুপাড়ার ভিডিওতে দেখা গেছে, মানুষ কোমর সমান জলে হেঁটে চলাচল করছেন। হাকিমপাড়ার বাসিন্দারা জানিয়েছেন, রাতভর জল ঘরে ঢুকে থাকার কারণে ছোটো শিশু ও বয়স্কদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জলনিকাশির কাজ শুরু হলেও বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের অস্থায়ী পদক্ষেপে সমস্যার সমাধান হয় না। শহরবাসীর আশা, এ বছর যেন স্থায়ী সমাধানের পথে পদক্ষেপ নেওয়া হয়।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: প্রবল বর্ষণে জলমগ্ন শিলিগুড়ি, সেবক রোডের সেলুনে হাঁটু সমান জল! নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement