Bengali Cinema: বড় জয়! রোজ ৩-৯ টা...! মাল্টিপ্লেক্স-সিনেমাহলে এবার চালাতেই হবে বাংলা ছবি

Last Updated:

Bengali Cinema: বড় খবর! পশ্চিমবঙ্গের যে কোনও সিনেমা হলে, মাল্টিপ্লেক্স হলে প্রতিটি স্ক্রিনে বিকেল ৩টে থেকে ৯টার মধ্যে প্রতিদিন একটি করে বাংলা ছবি চালাতে হবে।

News18
News18
কলকাতাঃ বড় খবর! পশ্চিমবঙ্গের যে কোনও সিনেমা হলে, মাল্টিপ্লেক্স হলে প্রতিটি স্ক্রিনে বিকেল ৩টে থেকে ৯টার মধ্যে প্রতিদিন একটি করে বাংলা ছবি চালাতে হবে। প্রতিটি সিনেমা হলে বাংলা সিনেমা‌ প্রদর্শনীর সংখ্যা বাড়াল সরকার। প্রাইম টাইমে বাংলা সিনেমার প্রদর্শনী বাধ্যতামূলকও করা হল। ‌বর্তমান সময়ে বাংলা বাঙালি অস্মিতা যে আঘাত আসছে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আগে প্রাইমটাইম ছিল বেলা ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এই সময় কমিয়ে দুপুর ৩টে থেকে রাত ৯ টা পর্যন্ত করা হল। আগে নিয়ম ছিল ১২০ স্ক্রিন পাবে প্রতি সিনেমা হলে বাংলা সিনেমা। এই সংখ্যা বেড়ে দাঁড়ালো হাতখাই ৩৬৫ টি।‌ দুটি স্ক্রিন আছে এমন সিনেমা হলের ক্ষেত্রে সংখ্যাটি বের হবে ৭৩০ টি। স্ক্রিন আছে এমন মাল্টিপ্লেক্স এর ক্ষেত্রে ১০৯৫ টি। চারটি স্ক্রিন আছে এমন মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে সংখ্যাটি বেড়ে দাঁড়াল ১৪৬০।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘আমার প্যান্টে হাত ঢুকিয়ে…!’, ১৫-২০ মিনিটের ঘটনা ভাবলেই ভয়ে কাঁপেন! হাড়হিম অভিজ্ঞতা এই বলিউড অভিনেত্রীর
বাংলার প্রেক্ষাগৃহে সিঙ্গেল স্ক্রিনে বাংলার ছবির শো টাইম পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। সমস‍্যা নিয়ে আগেই সরব হয়েছিলেন টলিউডের প্রথম সারীর কলাকুশলীরা। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে গত বৃহস্পতিবার পরিচালক-প্রযোজক-পরিবেশক ও হল মালিকদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বৈঠক শেষে মন্ত্রী স্পষ্টভাবে জানান বাংলার হলে প্রাধান‍্য দিতেই হবে বাংলা ছবিকে। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘চলতে চলতে সমস্যা হয় আবার চলতে চলতে সমস্যা মিটে যায়৷ একসঙ্গে বসলাম। মিটে গেল। বাংলা ভাষাকে গলা টিপে মারার চোষ্টা চলছে। মুখ্যমন্ত্রী আন্দোলন করছেন। বাংলায় বাংলা সিনেমায় প্রাধান্য পাবে।’’
advertisement
বাংলা ছবি সিনেমা হল পায় না, এই অভিযোগ বিগত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। বাস্তবে এই চিত্র অবশ্য অনেকটাই সত্যিও। মাল্টিপ্লেক্সের রমরমায় এমনিই দর কমেছে সিঙ্গেল স্ক্রিনের। সেখানে আবার বাংলা ছবি চলে বেশ কম। আর মাল্টিপ্লেক্সেও যে প্রচুর শো পাওয়া যায় তেমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে সিনেমা প্রেমীরা মাঝে মাঝে ক্ষোভ উগরে জানান যে, শো কম থাকার কারণে, বেশিরভাগ সিনেমা হলে ছবি আসেনি বলেনি, অনেক ভাল সিনেমা তাঁদের দেখার সুযোগ হয় না।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Cinema: বড় জয়! রোজ ৩-৯ টা...! মাল্টিপ্লেক্স-সিনেমাহলে এবার চালাতেই হবে বাংলা ছবি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement