শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ফেসবুক পেজে ভয়ঙ্কর কাণ্ড, তদন্তে পুলিশ
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Gautam deb: খোদ মেয়রের অফিসিয়াল ফেসবুজ পেজ নিয়ে এমন ঘটনা!
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক করল সাইবার প্রতারকরা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে মেয়র গৌতম দেব শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার দুপুর থেকেই পেজে কোনও ধরনের পোস্ট করা যাচ্ছিল না। সেই থেকে বিষয়টি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছিলেন মেয়রের অফিসের আধিকারিকেরা।
আরও পড়ুন- অবাক কাণ্ড! ভোটের দৌলতে একলাফে ফুচকা ব্যবসায়ীর লাভ বাড়ল ৫ গুণ
এরই মধ্যে মঙ্গলবার রাত আটটা নাগাদ মেয়র দেখতে পান, তাঁর পেজে ১৪ নভেম্বর ২০২২ এর পর থেকে সমস্ত ধরনের পোস্ট মুছে দেওয়া হয়েছে। তাছাড়াও প্রোফাইল ছবি পাল্টে ফেলা হয়েছে।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে বুধবার শিলিগুড়ির সাইবার থানায় মেয়রের অফিস থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও মেয়র গৌতম দেব নিজেও বিষয়টি নিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার ও সাইবার থানার আইসি কে পুরো বিষয়টি জানিয়েছেন।
জানা গিয়েছে, অভিযোগের পরেই পুলিশ সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। গৌতম দেব বলেন, “আমার দল, যারা পেজটি পরিচালনা করে, তারা পেজটি পরিচালনা করার সময় কিছু সমস্যা লক্ষ্য করে। পরে তারা ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। তার পর আমরা জানতে পারি যে আমার পেজটি হ্যাক করা হয়েছে। আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।”
advertisement
অনির্বাণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 21, 2023 7:45 PM IST