Phuchka Seller: অবাক কাণ্ড! ভোটের দৌলতে একলাফে ফুচকা ব‍্যবসায়ীর লাভ বাড়ল ৫ গুণ 

Last Updated:

Phuchka Seller: পঞ্চায়েত ভোটের মরশুমে বিভিন্ন দলের নেতা কর্মীদের ভিড় জমেছে কালচিনির এই ফুচকা ও ঝালমুড়ি দোকানের সামনে।

+
ফুচকার

ফুচকার দোকান

আলিপুরদুয়ার: একলাফে ব‍্যবসায় উপার্জন বেড়েছে পাঁচগুণ।পঞ্চায়েত ভোটের মরশুমে বিভিন্ন দলের নেতা কর্মীদের ভিড় জমেছে কালচিনির এই ফুচকা ও ঝালমুড়ি দোকানের সামনে।
জিতেন মণ্ডল তাঁর ফুচকা ও ঝালমুড়ির ঠেলা নিয়ে বসেন কালচিনি বিডিও অফিসের সামনে।বছরের অন‍্যান‍্য সময়ে হাতেগোনা কিছু মানুষ ফুচকা খেতে আসেন।কিন্তু এখন শ্বাস নেওয়ার সময় পান না জিতেন মণ্ডল।ভোটের প্রচারে ব‍্যস্ত থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা ফুচকা খেতে চলে আসেন তাঁর দোকানের সামনে।সমান তালে বিক্রি হচ্ছে ঝালমুড়িও।
advertisement
advertisement
প্রচার নিয়ে ব‍্যস্ত থাকার ফলে ঘরে গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হয় না রাজনৈতিক দলগুলির কর্মীদের।ফুচকা,ঝালমুড়ি খেয়েই পেট ভরিয়ে নেন তাঁরা।
এতে অবশ‍্য লাভের মুখ দেখছেন জীতেন মণ্ডল।তিনি জানান, “এক মাস আগেও ফুচকা,ঝালমুড়ি বিক্রি করে তিনশো টাকা নিয়ে বাড়ি যেতাম।এখন পনেরশো টাকা আয় হচ্ছে রোজ।ব‍্যবসা ভাল চললে মন ভাল থাকে।তখন পরিশ্রম করতে আরও বেশি ভাল লাগে।”
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Phuchka Seller: অবাক কাণ্ড! ভোটের দৌলতে একলাফে ফুচকা ব‍্যবসায়ীর লাভ বাড়ল ৫ গুণ 
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement