Siliguri Fire: শিলিগুড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই চিপস-এর কারখানা

Last Updated:

শহরের আশিঘর সংলগ্ন নরেশ মোড় এলাকার চিপস কারখানায় আগুন লাগে

#শিলিগুড়ি: ভয়াবহ অগ্নিকাণ্ড শিলিগুড়িতে (Siliguri Fire)। শহরের আশিঘর সংলগ্ন নরেশ মোড় এলাকার চিপস কারখানায় আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্যাক্টরিতে কর্মরত গার্ড বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি দমকল এবং আশিঘর পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন, তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Siliguri Fire)।
দমকল সূত্রে জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এটা শুধুই প্রাথমিক অনুমান। কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার সময় আগুন লাগার বিষয়টি প্রথম লক্ষ্য করেন সেই কারখানার দায়িত্বে থাকা গার্ড। তিনি দ্রুত দমকলে খবর দেন। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে আগুনের লেলিহান শিখায় কারখানার প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে যায়। কার্টন ও প্লাস্টিকের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে আগুন নেভাতে জল ছেটানো হয়। কিন্তু কারখানায় সবকিছু ভীষণ কাছাকাছি রাখা ছিল এবং প্লাস্টিক, কাগজ, কার্ডবোর্ড দিয়ে ঘেরা ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে জল ঢেলেও লাভ খুব একটা হয়নি। পরে দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন বাগে আনে।
advertisement
advertisement
অন্যদিকে, গতকাল রাতে ধূপগুড়িতে ঘটে যায় মর্মান্তিক এক পথ দুর্ঘটনা। বুধবার রাত ১০.৪০ মিনিট নাগাদ ধুপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন ৪ জন। জানা গিয়েছে, অসম থেকে একটি দশ চাকার গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল, উলটো দিক থেকে আরেকটি লরি রাজস্থান থেকে অসমের পথে যাচ্ছিল।ধূপগুড়ির ওভারব্রিজ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লরি দুটির। দুর্ঘটনায় গুরুতর আহত হন ৪ জন। এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কের উপরে পথ দুর্ঘটনা হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
advertisement
Vaskar Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Fire: শিলিগুড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই চিপস-এর কারখানা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement