Siliguri Accident| বাড়ি ফেরা হল না! মোটরবাইকে চেপে ফিরছিলেন ৩ জন, পিষে দিল লরি! মৃত ২
- Reported by:Partha Pratim Sarkar
- Published by:Tias Banerjee
Last Updated:
শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে আশিঘর মোড়ে লরির ধাক্কায় দুই যুবকের মৃত্যু, একজন গুরুতর আহত। ট্রাফিক ব্যবস্থার প্রশ্নে তদন্তে নেমেছে আশিগড় ও পুলিশ।
শিলিগুড়িতে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের, গুরুতর আহত আরও এক যুবক। ঘটনায় শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়ি ফেরার পথেই লরির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজন যুবক একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি লরি এসে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও এক যুবক। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ঘটনার পর লরিটি এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ এখনও পর্যন্ত লরিটিকে আটক করতে পারেনি। বারবার এই এলাকায় পথ দুর্ঘটনার ঘটনা ঘটায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে নেমেছে আশিগড়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক লরির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Dec 26, 2025 8:20 PM IST










